মুম্বই : এবার কমেডি ছবিতে একেবারে নতুন ভাবে দেখা যাবে ইমরান হাসমিকে । ছবির নাম 'সব ফার্স্ট ক্লাস'। এক সাধারণ মানুষের আশা ও স্বপ্নের কাহিনি তুলে ধরা হবে ছবিতে । পরিচালনায় বলবিন্দর সিং জানজুয়া ।
এই ছবি সম্পর্কে ইমরান বলেন, "সিনেমাটি এক সাধারণ মানুষকে কেন্দ্র করে । হাসি মজা থাকলেও এটা অত্যন্ত সংবেদনশীল একটি গল্প । নিজের চাহিদা ও স্বপ্ন পূরণ করতে সে কী কী করে তা নিয়েই তৈরি করা হচ্ছে 'সব ফার্স্ট ক্লাস'। নিজের ইচ্ছে পূরণ করার তাগিদে কীভাবে তার জীবনে সমস্যা নেমে আসে, সমাজের চোখে সে ছোটো হয়ে যায় এরপর সেই পরিস্থিতি থেকে কীভাবে সে বেরিয়ে আসে সবই দেখানো হবে । স্ক্রিপ্ট শোনার সময় খুবই মজা পেয়েছিলাম । আগে যতগুলি সিনেমা করেছি তার মধ্যে এটা একেবারেই আলাদা । আগে কখনও এই ধরনের চরিত্রে অভিনয় করিনি ।"