মুম্বই : 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র প্রোমশনের সময় একটি অনুষ্ঠানে এক সাংবাদিকের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত । ছবির প্রযোজনার দায়িত্বে থাকায় এই বিষয়ে অনেক কথা শুনতে হয় একতা কাপুরের প্রোযজনা সংস্থা বালাজী টেলিফিল্মসকে । আজ কঙ্গনার হয়ে ক্ষমা চাইল বালাজী টেলিফিল্মস্ ।
বালাজীর তরফে একটি বিবৃতিতে বলা হয়, "7 জুলাই জাজমেন্টাল হ্যায় কেয়ার গানের লঞ্চ অনুষ্ঠানে ছবির অভিনেত্রী ও সাংবাদিকের মধ্যে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল তা নিয়ে অনেক কিছু জানানো হয়েছে । দুর্ভাগ্যবশত, অনুষ্ঠানটি অপ্রত্যাশিতভাবে পালটে গিয়েছিল ।"