পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কঙ্গনার হয়ে ক্ষমা চাইল একতা কাপুরের ব্যানার - balaji telefilms

সাংবাদিকের প্রতি কঙ্গনা রানাওয়াতের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইল একতা কাপুরের প্রযোজনা সংস্থা বালাজী টেলিফিল্মস । একটি বিবৃতির মাধ্যমে সেকথা জানায় তারা ।

একতা ও কঙ্গনা

By

Published : Jul 10, 2019, 7:21 PM IST

মুম্বই : 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র প্রোমশনের সময় একটি অনুষ্ঠানে এক সাংবাদিকের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত । ছবির প্রযোজনার দায়িত্বে থাকায় এই বিষয়ে অনেক কথা শুনতে হয় একতা কাপুরের প্রোযজনা সংস্থা বালাজী টেলিফিল্মসকে । আজ কঙ্গনার হয়ে ক্ষমা চাইল বালাজী টেলিফিল্মস্ ।

বালাজীর তরফে একটি বিবৃতিতে বলা হয়, "7 জুলাই জাজমেন্টাল হ্যায় কেয়ার গানের লঞ্চ অনুষ্ঠানে ছবির অভিনেত্রী ও সাংবাদিকের মধ্যে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল তা নিয়ে অনেক কিছু জানানো হয়েছে । দুর্ভাগ্যবশত, অনুষ্ঠানটি অপ্রত্যাশিতভাবে পালটে গিয়েছিল ।"

"এই বিতর্কের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিজস্ব পরিপ্রেক্ষিত রয়েছে । কিন্তু ঘটনাটি আমাদের ছবির অনুষ্ঠানে ঘটেছে । তাই আমরা এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করছি ও ক্ষমা চাইছি ।"

'The wakhra swag' গানটির লঞ্চের সময় কঙ্গনা এক সাংবাদিককে হঠাৎ প্রশ্ন করে বসেন । তিনি বলেন 'মণিকর্ণিকা' ছবির জন্য তিনি কেন খারাপ রিভিউ দিয়েছেন ।

কঙ্গনার ব্যবহারের জন্য দা এন্টারটেইনমেন্ট জার্নালিস্টস গিল্ড অফ ইন্ডিয়ার সদস্যরা তাঁকে বয়কট করার সিদ্ধান্ত নেন । পাশাপাশি ন্যাশানাল অ্যাওয়ার্ড উইনিং অভিনেত্রীকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানান ।

ABOUT THE AUTHOR

...view details