পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তে মোদির পাশেই একতা - একতা কাপুর

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। ভালো-মন্দ মিলিয়ে এগিয়ে চলেছে কাশ্মীর। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে নিজের অভিমত জানালেন একতা কাপুর।

আর্টিকল ৩৭০ নিয়ে একতা কাপুর

By

Published : Aug 17, 2019, 4:19 PM IST

মুম্বই : একতা কাপুরের প্রযোজনায় তৈরি ওয়েব সিরিজ় 'হক সে'-র প্রেক্ষাপট ছিল জম্মু কাশ্মীর। সেখানকার বিভিন্ন সামাজিক বৈষম্যকে ফুটিয়ে তোলা হয়েছিল এই সিরিজ়ে। 'হক সে'-র দ্বিতীয় ভাগ তৈরি করবেন একতা? উত্তরে প্রযোজক বললেন...

"আমরা 'হক সে'-র দ্বিতীয় ভাগ করার কথা ভাবছি। সেখানে আরও অনেক বৈষম্যের কাহিনি ফুটে উঠবে। আমাদের ইতিমধ্যেই লেখা হয়ে গেছে চিত্রনাট্য। খুব তাড়াতাড়ি আমরা শুটিং শুরু করব।"

মোদির পাশে একতা...

৩৭০ ধারা বিলোপের ঘটনা কি দেখানো হবে 'হক সে'-র দ্বিতীয় সিজ়নে? এই প্রশ্নের উত্তরে একতা বলেন, "যেহেতু আমাদের লেখা শেষ, তাই নতুন করে পুরো বিষয়টা ঢোকাতে পারব না। তবে একটা ছোটো উল্লেখ থাকবে স্ক্রিপ্টে।"

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে একতা বলেন, "আমি ব্যাপারটাকে এভাবে দেখি, আমরা যখন এক দেশে বাস করছি, তখন 'এক দেশ এক আইন'-এর নীতিই মেনে চলা প্রয়োজন।"

ABOUT THE AUTHOR

...view details