মুম্বই : সিদ্ধার্থ মালহোত্র আর রীতেশ দেশমুখের সেই টাসল কে ভুলতে পারে । মৃত্য়ুকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ জানিয়ে তাদের পারস্পরিক বিরোধীতা এক আলোড়ন তুলেছিল বক্স অফিসে । 'এক ভিলেন' 2014 সালের অন্যতম বড় ব্লকবাস্টার । আসতে চলেছেন সেই ছবির সিকুয়েল ।
ফিল্ম ক্রিটিক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে জানিয়েছেন, "বড় খবর...একতা কাপুর আর ভূষণ কুমার হাত মেলালেন । 2014 সালের ব্লকবাস্টার 'এক ভিলেন'-এর সিকুয়েল তৈরি করবেন । মোহিত সুরির পরিচালনায় এই ছবি মুক্তি পাবে 2021 সালের 8 জানুয়ারি ।"