মুম্বই : ইদে খুন্তি ধরলেন সইফ আলি খান । জমিয়ে রান্না করলেন মাটন বিরিয়ানি । শেফ সইফের সেই রান্না চেটেপুটে খেলেন স্ত্রী করিনা ও শ্য়ালিকা করিশ্মা ।
করিশ্মা নিজেই তাঁদের রয়্যাল লাঞ্চের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে । ক্যাপশনে লিখেছেন, "শেফ সইফুর সর্বকালের সেরা মাটন বিরিয়ানি..দুর্দান্ত লাঞ্চ ।"
সঙ্গে ফ্যানেদের ইদের শুভেচ্ছাও জানিয়েছেন করিশ্মা । দেখে নিন তাঁর পোস্ট..
Saif ali khan makes biriyani for kareena kapoor and karishma kapoor সইফ আলি খান যদিও সোশাল মিডিয়ায় নেই, তবুও তাঁর খোঁজখবর পেয়েই যান নেটিজেনরা । তিনি কখন বই পড়ছেন, কখন ছেলের চুল কাটছেন, কখন রান্না করছেন, ঠিক সেই সমস্ত ছবি সামনে চলে আসে ।
কীভাবে ? কারণ করিনা নিজে সম্প্রতি ইনস্টাগ্রাম জয়েন করেছেন । নিজের সঙ্গে সঙ্গে তাঁর পরিবারের খবরও এসে পৌঁছয় সোশাল মিডিয়ার পাতায় । ঠিক যেভাবে এল তাঁর বিরিয়ানি রান্নার খবর ।