মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মামলায় রয়েছে কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত জটিলতা । সুশান্তের নামে যে দু'টি কম্পানি ছিল সেই দুই কম্পানির ব্যালেন্স শিটে রয়েছে কিছু অসংগতি । এছাড়াও সুশান্তের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে 17 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে নাম না জানা এক অ্যাকাউন্টে । পুরো বিষয়টি খতিয়ে দেখছে ED ।
আর সেই কারণেই ED-র তলব সুশান্তের প্রাক্তন বিজ়নেস ম্যানেজার শ্রুতি মোদি এবং ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে । শ্রুতিকে আজকেই জিজ্ঞাসাবাদ করবে ED এবং সিদ্ধার্থের তারিখ পড়েছে আগামীকাল অর্থাৎ 8 অগাস্ট ।
সুশান্তের মৃত্যুর আগের দিন রাতে তাঁর ফ্ল্যাটেই ছিলেন সিদ্ধার্থ । 13 জুন বেশ অনেক রাতে সুশান্তের সঙ্গে কথাও হয় তাঁর । কোনও অস্বাভাবিক আচরণ তিনি লক্ষ্য করেননি অভিনেতার মধ্যে, জানিয়েছিলেন ANI-কে ।