নয়াদিল্লি, 20 ডিসেম্বর : পানামা পেপার্স মামলায় সোমবার ঐশ্বর্য রাই বচ্চনকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED questions Aishwarya Rai Bachchan for five years in panama papers scandal) ৷ বিদেশে প্রাক্তন বিশ্বসুন্দরীর বিপুল পরিমাণ সম্পত্তির উৎস জানতে তাঁকে সম্প্রতি সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এর আগে একই ঘটনায় ইডি'র সমন পেলেও সময় চেয়ে সেই সমন এড়িয়ে গিয়েছিলেন ঐশ্বর্য ৷ তবে এবার দেরি করলেন না ৷
পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার সন্ধেয় নয়াদিল্লি ইডি অফিস ছাড়েন বচ্চন-বধূ (Sources claim the actress parked her money in a company based in the British Virgin Islands) ৷ ঐশ্বর্য এদিন তাঁর বয়ানে ইডি আধিকারিকদের সন্তুষ্ট করতে পেরেছেন, না কি অভিনেত্রীকে ফের ডাকা হবে সে বিষয়টি স্পষ্ট নয় এখনও ৷ তবে এদিন অভিষেক-পত্নীর বয়ান রেকর্ড করেন ইডি আধিকারিকরা ৷