পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ট্রাম্পের মুখে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ও 'শোলে' - ডোনাল্ড ট্রাম্প

2015 সালের ভারত সফরে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার গলায় শোনা গিয়েছিল 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র একটি সংলাপ । এবার ওই ছবির প্রসঙ্গ উঠে এল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতায় । পাশাপাশি বলিউডের প্রশংসাও করেন তিনি ।

্িু
্িু

By

Published : Feb 24, 2020, 8:19 PM IST

আহমেদাবাদ : নরেন্দ্র মোদির প্রশংসায় যেমন পঞ্চমুখ হয়েছেন, প্রতিরক্ষা চুক্তির মতো ভারী কথা যেমন শোনা গেছে তেমনই তাঁর কথায় উঠে এসেছে বলিউড ক্লাসিক 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ও 'শোলে'-ও । শুধু তাই নয় বলিউডকে কৃষ্টিশীল মানুষের আধার বলেও উল্লেখ করেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

আজ মোতেরা স্টেডিয়ামে ট্রাম্প বলেন, "ভারত এমন একটা দেশ যেখানে বছরে 2 হাজার ছবি মুক্তি পায় । আর তা মুক্তি পায় কৃষ্টিশীল মানুষের আধার বলিউড নামক কেন্দ্র থেকে ।" তাঁর এই বক্তৃতা শুনে করতালিতে ভরে ওঠে স্টেডিয়াম । এরপর উঠে আসে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' 'শোলে' ও ভাঙরার মতো বিষয় । কোনও কিছুই বাদ দেননি তিনি । বলেন, "গোটা বিশ্বের মানুষ ভাঙরা ও বলিউড সিনেমার গান, নাচ, রোম্যান্স ও ড্রামায় মেতে ওঠেন...এবং ক্লাসিক ভারতীয় সিনেমা 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ও 'শোলে'..." তবে শুধু বলিউডই নয় ক্রিকেট ফিভারেও মেতেছিলেন তিনি । তাঁর দীর্ঘ ভাষণে ফিরে এসেছিল সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির নামও ।

দেখুন ভিডিয়ো

ভারতে আসার আগেও বলিউড জ্বরে কাবু হয়েছিলেন ট্রাম্প । 'বাহুবলি' ছবির একটি গানের সাহায্য নিয়েছিলেন তিনি । এরপর 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবির প্রশংসাও করেন তিনি ।

তবে ট্রাম্পই প্রথম অ্যামেরিকার প্রেডিসেন্ট নন যাঁর গলায় বলিউডের প্রসঙ্গ শোনা গেছে । এর আগে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তৃতায় উঠে এসেছিল 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির প্রসঙ্গ । 2015 সালের জানুয়ারিতে ভারত সফরে আসেন তিনি । বলেছিলেন, "সেনোরিটা, বড়ে বড়ে দেশোঁ মেঁ...ইউ নো হোয়াট আই মিন..."।

দুই দিনের ভারত সফরে আজ নমস্তে ট্রাম্প অনুষ্ঠান শেষে অ্যামেরিকান প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি আগ্রায় তাজমহল পরিদর্শনে যান । এরপর সবরমতি আশ্রমেও যাঁর তাঁরা । আগামীকাল রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা জানাবেন ট্রাম্প ।

ABOUT THE AUTHOR

...view details