আহমেদাবাদ : নরেন্দ্র মোদির প্রশংসায় যেমন পঞ্চমুখ হয়েছেন, প্রতিরক্ষা চুক্তির মতো ভারী কথা যেমন শোনা গেছে তেমনই তাঁর কথায় উঠে এসেছে বলিউড ক্লাসিক 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ও 'শোলে'-ও । শুধু তাই নয় বলিউডকে কৃষ্টিশীল মানুষের আধার বলেও উল্লেখ করেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
আজ মোতেরা স্টেডিয়ামে ট্রাম্প বলেন, "ভারত এমন একটা দেশ যেখানে বছরে 2 হাজার ছবি মুক্তি পায় । আর তা মুক্তি পায় কৃষ্টিশীল মানুষের আধার বলিউড নামক কেন্দ্র থেকে ।" তাঁর এই বক্তৃতা শুনে করতালিতে ভরে ওঠে স্টেডিয়াম । এরপর উঠে আসে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' 'শোলে' ও ভাঙরার মতো বিষয় । কোনও কিছুই বাদ দেননি তিনি । বলেন, "গোটা বিশ্বের মানুষ ভাঙরা ও বলিউড সিনেমার গান, নাচ, রোম্যান্স ও ড্রামায় মেতে ওঠেন...এবং ক্লাসিক ভারতীয় সিনেমা 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ও 'শোলে'..." তবে শুধু বলিউডই নয় ক্রিকেট ফিভারেও মেতেছিলেন তিনি । তাঁর দীর্ঘ ভাষণে ফিরে এসেছিল সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির নামও ।