মুম্বই : মোদির জয়ের আগাম শুভেচ্ছা দেখে মোদি নিজেই দুলারি দেবীকে ধন্যবাদ জানিয়েছেন। আর তা দেখে তিনি এতটাই আত্মহারা হয়ে গেছেন যে, মাঝেমাঝেই মোদির সঙ্গে কথা বলার আবদার করে ফেলছেন অনুপম খেরের কাছে।
দুলারি দেবীর সেই আগাম শুভেচ্ছা খুব ভাইরাল হয়। আর সেটা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছয়। মোদি সেই ভিডিয়ো দেখে একটি উত্তরও দেন। অনুপম খেরকে তিনি লেখেন, "আপনার মাকে অনেক ধন্যবাদ, কারণ উনি আমাদের উপর ভরসা রেখেছেন। আমি ওঁকে নিশ্চিত করতে চাই যে, আমরা আমাদের নাগরিকদের আশা পূরণের জন্য আরও পরিশ্রম করব।"