মুম্বই : সুশান্তের মৃত্যুর পর তাঁকে ঘিরে অনেক তথ্য সামনে আসছে । সত্যি-মিথ্যে জানা নেই, তবে সুশান্তের ব্যাপারে তাঁর পরিচিত বা প্রভাবশালীদের ঝুলি থেকে প্রতিদিনই কিছু না কিছু নতুন খবর বেরোচ্ছে । BJP নেতা সুব্রমনিয়ম স্বামীও ঠিক তেমন একটা তথ্য তুলে ধরলেন সোশাল মিডিয়ায় ।
স্বামীর দাবি, "সুনন্দা পুষ্করের মামলার পোস্টমর্টেমে বলা হয়েছিল যে, মৃত্যুর আগে তাঁর পাকস্থলীতে কী ছিল । তবে সুশান্ত আর শ্রীদেবীর ক্ষেত্রে সেটা জানা যায়নি ।" সুনন্দা পুষ্কর অর্থাৎ রাজনীতিবিদ ও বিদ্বান শশী থারুরের স্ত্রী । নিজেও একজন ব্যবসায়ী ছিলেন তিনি । 2014 সালে সুনন্দার মৃত্যু রহস্য আজও অনেক অজানা প্রশ্নে ভরা । সন্দেহ রয়েছে মৃত্যুর কারণ নিয়েও ।