মুম্বই : বলিউডে ড্রাগ মামলায় অভিযুক্তদের তালিকায় এক জ্বলজ্বলে নাম করিশ্মা প্রকাশ । দীপিকা পাড়ুকোনের ম্যানেজার হিসেবে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছেন তিনি । তাঁকে পাঠানো একটি মেসেজে দীপিকা ড্রাগের সন্ধান চেয়েছিলেন । তারপই NCB-র ব়্যাডারে আসে করিশ্মার নাম । সমন পাঠিয়ে একদিন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ।
তারপর থেকে বেপাত্তা করিশ্মা । তাঁকে দ্বিতীয়বার সমন পাঠানো হয়েছে নারকোটিক্স কন্ট্রোল বিওরোর তরফ থেকে । সেই সমনেরও কোনও উত্তর দেননি তিনি । 27 অক্টোবর NCB-র অফিসে উপস্থিত থাকতে বলার পরও তিনি আসেননি । আর আজ শোনা গেল যে, আগাম জামিনের আবেদন করেছেন করিশ্মা । সেই জামিন গ্রাহ্য করল বিশেষ NDPS কোর্ট এবং 7 নভেম্বর অবধি তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দেওয়া হল ।