পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুখবর দেবেন অজয়

খুব তাড়াতাড়ি সুখবর দিতে চলেছেন অজয় দেবগন । আসছে নতুন ছবির খবর ।

ajay debgn and tabbu in drishyam 2
ajay debgn and tabbu in drishyam 2

By

Published : Feb 25, 2021, 6:07 PM IST

মুম্বই : সম্প্রতি অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে 'দৃশ্যম 2' । মালায়লম তারকা মোহনলাল, মীনা, আনসিবা হোসেন অভিনীত এই ছবি দারুণ রিভিউ পেয়েছে দর্শক ও সমালোচকের দরবারে । এবার 'দৃশ্যম 2'-এর রিমেকে অভিনয় করতে চলেছেন অজয় দেবগন ও তাব্বু ।

2015 সালে 'দৃশ্যম'-এর হিন্দি রিমেকে অভিনয় করেছিলেন অজয় শ্রীয়া শরণ ও তাব্বু । মালয়লম ছবিটির সঙ্গে সমানতালে জনপ্রিয়তা পেয়েছিল হিন্দি ভার্শনটি । সিনেমাহল ভরিয়ে সবাই দেখেছিলেন হিন্দি 'দৃশ্যম' ।

তাই স্বাভাবিকভাবে 'দৃশ্যম 2' মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকের মনে দ্বিতীয় ভাগের রিমেক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই নির্মাতাদের মধ্যে এই বিষয়ে পরিকল্পনা চালু হয়ে গেছে ।

'দৃশ্যম 2' রিমেকের জন্য অজয় আর তাব্বুর কাছে অফার গেছে । তাঁরা নাকি রাজিও হয়েছেন । অন্যান্য চরিত্রে কে আছেন সেটা এখনও ঠিক হয়নি । তবে মালায়লম ভার্শনের চিত্রনাট্যের সঙ্গে সামান্য কিছু পার্থক্য থাকবে হিন্দি রিমেকে ।

সুখবরের আশায় মুখিয়ে দর্শক ।

ABOUT THE AUTHOR

...view details