মুম্বই : ভূমি পেদনেকর আর কঙ্কনা সেন শর্মা..ইন্ডাস্ট্রির দুই দক্ষ অভিনেত্রী এবার একসঙ্গে বড়া পরদায় । যদিও তাঁরা একেবারেই আলাদা জঁরেই অভিনয় করে এসেছেন এতদিন, তবে এবার তাঁদের মেলবন্ধন ঘটালেন পরিচালক অলংকৃতা শ্রীবাস্তব ।
নিউ দিল্লির বাইরের অংশে এক ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলে ছবিটির শুটিং হয়েছে । দুই বোনের মধ্যে এক অম্ল-মধুর সম্পর্ক ফুটে উঠেছে চিত্রনাট্য জুড়ে । জটিল ওঠাপড়ার মধ্যে দিয়েই মুক্তির স্বাদ খুঁজে পায় এই দুই বোন ।