দিল্লি : লকডাউনে মানুষকে বাড়িতে ধরে রাখতে টেলিভিশনের পরদায় ফের শুরু হয়েছে 'রামায়ণ' আর 'মহাভারত' । আর অল্প সময়ের মধ্যেই বিশ্বের TRP রেকর্ড ভেঙে দিয়েছে এই দুই ধারাবাহিক । কিন্তু, সবকিছুর একটা ভালো দিক আর একটা খারাপ দিক থাকে । খারাপ দিকটা কী ?
ডাক্তাররা মনে করছেন যে, রামায়ণ-মহাভারত দেখার খারাপ প্রভাব পড়ছে বাচ্চাদের উপর । পুরাণের চরিত্রদের পরদায় দেখে অনুপ্রাণিত হয়ে বাচ্চারা বাস্তবে তীরধনুক চালানোর চেষ্টা করছে । আর সেই কারণে অনেকের দৃষ্টি হারাচ্ছে ।