মুম্বই : 'মলঙ্গ'-এর পর আরও একটি অ্যাকশন ছবিতে দেখা যাবে দিশা পাটানিকে । 'এক ভিলেন' ছবির সিকুয়েলে অভিনয় করবেন তিনি ।
2014 সালে মুক্তি পায় 'এক ভিলেন'। সে সময় যথেষ্ট সাফল্য পায় ছবিটি । ওই সময় দাঁড়িয়ে বক্স অফিসে 100 কোটির ব্যবসা করে এই ছবি । তারপরই এর সিকুয়েল তৈরির কথা চিন্তা করেন পরিচালক । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ মলহোত্রা ও রীতেশ দেশমুখ । সিদ্ধার্থের স্ত্রীয়ের চরিত্রে দেখা গিয়েছিল শ্রদ্ধাকে । আর সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেন রীতেশ দেশমুখ । তবে সিকুয়েলে দেখা যাবে একেবারে নতুন মুখ ।
সিকুয়েলে দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে আদিত্য রয় কাপুর ও জন আব্রাহামকে । এই ছবিতে অভিনয় করার কথা জানতে পেরে খুবই খুশি দিশা । এ প্রসঙ্গে পরিচালক মোহিত সুরি বলেন, "একদিন দিশা আমাকে এসে বলে যে সে আরও অ্যাকশন ছবিতে কাজ করতে চায় । মারধর থেকে শুরু করে স্টান্ট সব কিছুই করতে চায় সে । ছবিতে হিরো হওয়ার ইচ্ছে তার । তারপরই তাকে এই ছবিতে নেওয়ার সিদ্ধান্ত নিই ।"
অনেক দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে কোনও সিকুয়েল তৈরি করতে চলেছেন মোহিত সুরি । তবে সেটা 'এক ভিলেন' না 'আশিকি ৩' তা বোঝা যাচ্ছিল না । জানুয়ারির শুরুর দিকে বিষয়টি খোলসা করেন পরিচালক নিজেই ।
এর আগে 'মলঙ্গ' ছবিতেও আদিত্য রয় কাপুর ও দিশা পাটানির সঙ্গে কাজ করেছেন মোহিত । 7 ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি । তবে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি এই ছবি । 'এক ভিলেন'-এর সিকুয়েল দর্শকদের মন কতটা জয় করতে পারে এখন সেটাই দেখার ।