মুম্বই, 27 মে : বুধবার গোটা দিনজুড়েই সাইক্লোন যশের পাশাপাশি টুইটারে ট্রেন্ডিং ছিলেন প্রভাস । কারণ 2022 মিশন ইমপসিবলের সপ্তম পর্বে নাকি দেখা যাবে অভিনেতাকে । শোরগোল, ইতালিতে রাধেশ্যামের শুটিং চলাকালীন মিশন ইমপসিবলের পরিচালক ও টিমের বাকি সদস্যদের সঙ্গে নাকি দেখাও করেন প্রভাস ।
বিষয়টির সত্যতা যাচাই করতে একেবারে খোদ পরিচালক ক্রিস্টোফার ম্যাকোয়্যারিকে এই নিয়ে প্রশ্ন করেন অভিনেতার এক ভক্ত । জবাবি টুইটে সত্যের উদ্ঘাটন করে পরিচালক জানান খবরটি একেবারে ভুয়ো । প্রভাসের প্রশংসা করে বলেন, “নিঃসন্দেহে তিনি একজন গুণি ব্যক্তি কিন্তু আমাদের কোনও দিনই দেখা হয়নি ।“
ইরফান খান ও ঐশ্বর্যের বেশ কয়েকবছর পরে সম্প্রতি হলিউডে ডেবিউ করেছেন বেশ কয়েকজন ভারতীয় অভিনেতা । যেমন গ্রে ম্যানে ক্রিস ইভ্যান্স ও রায়ান গোজলিংয়ের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দক্ষিণি অভিনেতা ধনুষকে । জনপ্রিয় টিভি শো কোয়ান্টিকোতে অভিনয় করে হলিউডে রীতিমত সাড়া ফেলে দেন দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া । এই মুহূর্তে তাঁর ঝুলিতে রয়েছে তিনটি হলিউড প্রজেক্ট । বাদ জাননি দীপিকা পাড়ুকোনও ।