মুম্বই : পঞ্জাবি সিংগার ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ অ্যামেরিকায় তাঁর কনসার্টের তারিখ পিছিয়ে দিয়েছেন । ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়েজ় অ্যাসোসিয়েশন (FWICE)-র তরফে তাঁকে চিঠি লিখে জানানো হয়েছিল যে, এই শোয়ের প্রোমোটর রেহান সিদ্দিকি একজন পাকিস্তানি । তাই এই শো'টি দিলজিতের করা উচিত নয় । সঙ্গে রাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে ফেডারেশনের তরফে দিলজিতের অ্যামেরিকার ভিসা রদ করে দেওয়ার জন্য আবেদন করা হয় ।
"দেশের বৃহত্তর স্বার্থে সবসময় আছি", কনসার্টের দিন পিছিয়ে বললেন দিলজিৎ - mumbai
পাকিস্তানি নাগরিকের আয়োজন করা শো'তে হাউসটনে পারফর্ম করবেন পঞ্জাবি সিংগার দিলজিৎ দোসাঞ্জ । সেই খবর জানতে পেরেই FWICE-র তরফে তাঁকে চিঠি দিয়ে শো না করার জন্য বলা হয় । পাশাপাশি রাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে তাঁর ভিসা রদ করে দেওয়ার জন্যও আবেদন করা হয় । চিঠি পাওয়ার পর দিলজিৎ নিজেই শোয়ের দিন পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন ।
এই ঘটনার পরই দিলজিৎ তাঁর কনসার্ট পিছিয়ে দিয়ে নিজের মন্তব্য জানান । তিনি টুইট করেন, "আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমার কনট্র্যাক্ট শ্রী বালাজী এন্টারটেনমেন্টের সঙ্গে ছিল । ফেডারেশনের তরফে যে ব্যক্তির কথা বলা হয়েছে, সেরকম কারও সঙ্গে আমার কোনও ডিলিং বা এগ্রিমেন্ট হয়নি । তাও আমি হাউসটনের শো'কে পোস্টপন করার সিদ্ধান্ত নিয়েছি । আমি আমার দেশকে ভালোবাসি । দেশের বৃহত্তর স্বার্থে সবসময় সঙ্গে আছি ।"
370 ধারা প্রত্যাহারের পর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে সমস্ত রকম যোগাযোগ বন্ধ রাখা হচ্ছে । FWICE-র তরফে জানানো হয়, কোনও ভারতীয় পারফর্মার পাকিস্তানে গিয়ে কোনও পারফর্ম করতে পারবেন না । এমন কী, পাকিস্তানি নাগরিকের আয়োজন করা কোনও অনুষ্ঠানেই অংশ নিতে পারবেন না । FWICE অনুযায়ী, এই কাজগুলি করা দেশবিরোধীদের কাজ ।