পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পিএম কেয়ার্স ফান্ডে 20 লাখ টাকা দিচ্ছেন দিলজিৎ - 20 lakh to pm cares fund

কোরোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পিএম কেয়ার্স ফান্ড তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই ফান্ডে নিজেদের সাধ্য মতো ইতিমধ্যেই সাহায্য করেছেন বলিউডের একাধিক তারকা । আর এবার সেই ফান্ডে 20 লাখ টাকা দিলেন দিলজিৎ দোসাঞ্জ ।

dfg
xvg

By

Published : Mar 30, 2020, 8:15 PM IST

মুম্বই : কোরোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে শনিবার পিএম কেয়ার্স ফান্ড নামে একটি ত্রাণ তহবিল তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ওই তহবিলে সমাজের সব স্তরের মানুষকে দান করার আবেদন জানিয়েছিলেন তিনি । তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে ওই তহবিলে 20 লাখ টাকা অনুদান দিলেন দিলজিৎ দোসাঞ্জ ।

টুইট করে দিলজিৎ লেখেন, "পিএম কেয়ার্স ফান্ডে 20 লাখ টাকা দেব বলে সিদ্ধান্ত নিয়েছি । এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এখন সবার উচিত দেশকে সাহায্য করা ।"

করোনা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ তহবিল গঠন করেছেন প্রধানমন্ত্রী । এই তহবিলে দেশবাসীকে নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক অনুদানের আবেদন জানান তিনি । এই ত্রাণ তহবিলের নাম দেওয়া হয়েছে প্রাইম মিনিস্টারস সিটিজ়েন অ্যাসিসট্যান্স অ্যান্ড রিলিফ ইন ইমার্জেন্সি সিচুয়েশন (পিএম কেয়ারিস) ফান্ড । এর চেয়ারম্যান প্রধানমন্ত্রী নিজেই । এছাড়াও এই ট্রাস্টে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।

প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বলিউড তারকাদের মধ্যে অক্ষয় কুমারই সবার প্রথমে ওই তহবিলে অনুদান দেন । 25 কোটি টাকা দান করেন তিনি । এরপর একে একে এগিয়ে আসেন একাধিক তারকা । বরুণ ধাওয়ান থেকে শুরু করে অনুষ্কা শর্মা, কৃতি শ্যানন, শিল্পা শেট্টি, রাজকুমার রাও, কার্তিক আরিয়ান, গায়ক গুরু রণধাওয়া সহ আরও অনেকে সাহায্য করেন । তবে শুধু বলিউড তারকারাই নন । দেশের এই কঠিন সময় সাহায্যের জন্য এগিয়ে এসেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাও । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন দিলজিৎও ।

ABOUT THE AUTHOR

...view details