মুম্বই : সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দু'বার দেখা হয়েছে দিলজিৎ দোসাঞ্জের । কিন্তু, সুশান্ত আত্মহত্যা করেছেন এটা যেন মানতেই ইচ্ছে করছে না তাঁর । বিষয়টা যেন হজমই করতে পারছেন না তিনি ।
সুশান্তের মৃত্যুর পর দু'মাস কেটে গিয়েছে । কিন্তু, এখনও পর্যন্ত তাঁর আত্মহত্যার কারণ জানা যায়নি । তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । সরব হয়েছেন তাঁর অনুরাগীরাও । সম্প্রতি সুশান্তের মৃত্যুতে দিলজিৎকে সরব হওয়ার অনুরোধ করেন এক নেটিজ়েন । সেই উত্তরে অভিনেতা লেখেন, "সুশান্ত ভাইয়ের সঙ্গে আমার দু'বার দেখা হয়েছে...আত্মহত্যার বিষয়টা ঠিক হজম হয় না । প্রাণবন্ত মানুষ ছিলেন...বাকি আমি জানি না পুলিশ নিজের কাজ করছে...আমাদের অপেক্ষা করতে হবে...আশাকরি সত্যিটা সামনে আসবে ।"