পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের আত্মহত্যার বিষয়টা হজম হয় না : দিলজিৎ - Diljit Dosanjh on Sushant

দিলজিৎ লেখেন, "সুশান্ত ভাইয়ের সঙ্গে আমার দু'বার দেখা হয়েছে...আত্মহত্যার বিষয়টা ঠিক হজম হয় না । প্রাণবন্ত মানুষ ছিলেন...বাকি আমি জানি না পুলিশ নিজের কাজ করছে...আমাদের অপেক্ষা করতে হবে...আশাকরি সত্যিটা সামনে আসবে ।"

ে্ি
ে্ি

By

Published : Aug 16, 2020, 4:44 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দু'বার দেখা হয়েছে দিলজিৎ দোসাঞ্জের । কিন্তু, সুশান্ত আত্মহত্যা করেছেন এটা যেন মানতেই ইচ্ছে করছে না তাঁর । বিষয়টা যেন হজমই করতে পারছেন না তিনি ।

সুশান্তের মৃত্যুর পর দু'মাস কেটে গিয়েছে । কিন্তু, এখনও পর্যন্ত তাঁর আত্মহত্যার কারণ জানা যায়নি । তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । সরব হয়েছেন তাঁর অনুরাগীরাও । সম্প্রতি সুশান্তের মৃত্যুতে দিলজিৎকে সরব হওয়ার অনুরোধ করেন এক নেটিজ়েন । সেই উত্তরে অভিনেতা লেখেন, "সুশান্ত ভাইয়ের সঙ্গে আমার দু'বার দেখা হয়েছে...আত্মহত্যার বিষয়টা ঠিক হজম হয় না । প্রাণবন্ত মানুষ ছিলেন...বাকি আমি জানি না পুলিশ নিজের কাজ করছে...আমাদের অপেক্ষা করতে হবে...আশাকরি সত্যিটা সামনে আসবে ।"

তবে এটাই প্রথমবার নয় । এর আগেও সুশান্তের মৃত্যু নিয়ে মন্তব্য করেছিলেন দিলজিৎ । 30 জুন ইনস্টাগ্রামে তিনি লেখেন, "প্রাণবন্ত একটা মানুষ ছিলেন"।

এরপর তাঁর শেষ ছবি 'দিল বেচারা' মুক্তি পায় হটস্টারে । সেই সিদ্ধান্ত একেবারেই পছন্দ ছিল না দিলজিতের । ছবিটি হলে রিলিজ় করার পক্ষে ছিলেন তিনি । বলেছিলেন, "এই ছবি হলেও রিলিজ় হওয়া উচিত ।"

ABOUT THE AUTHOR

...view details