মুম্বই : সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'। 24 জুলাই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি । নন সাবস্ক্রাইবাররাও দেখতে পাবেন ছবিটি । যদিও ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া নিয়ে খুশি নন সুশান্তের ফ্যানরা । তাঁদের মতে সিনেমা হলে মুক্তি পাওয়া উচিত ছিল এই ছবি । তবে শুধু অভিনেতার ভক্তরাই নন । একথা মনে করেন দিলজিৎ দোসাঞ্জও ।
14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত । এই খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি মানতে চাননি অনেকেই । প্রথমে ভুয়ো খবর বলে উড়িয়ে দেন । তারপরই পুলিশের তরফে খবরটি সত্য বলে জানানো হয় । সবাইকে নাড়িয়ে দেয় এই খবর । এরপর সামনে আসে তাঁর ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট । তার ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যাই করেছেন তিনি । তবে কী কারণে তিনি এই ধরনের একটা সিদ্ধান্ত নিলেন তা অবশ্য এখনও ধোঁয়াশায় রয়েছে । সেই কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ । ঘনিষ্ঠদের মতে তিনি, দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি । তার জেরেই ওই পদক্ষেপ করেন ।