মুম্বই : প্রথমবার মনোজ বাজপেয়ির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন দিলজিৎ দোসাঞ্জ । রয়েছেন ফতিমা সানা শেখও । ছবির নাম 'সুরজ পে মঙ্গল ভারি'। পরিচালনায় অভিষেক শর্মা । এটি একটি ফ্যামিলি কমেডি ।
ছবিটি প্রযোজনা করছে জ়ি স্টুডিয়োজ় । প্রযোজনা সংস্থার তরফেই আজ সোশ্যাল মিডিয়ায় আপকামিং ছবির কথা ঘোষণা করা হয়েছে । 2020 সালের 6 জানুয়ারি থেকে শুরু হবে শুটিং ।
1990 সালের একটি পরিবারকে তুলে ধরা হবে ছবিতে । এমন একটা সময় যখন সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন কোনওটাই ছিল না । ওই পরিবারের বিভিন্ন মজার বিষয় তুলে ধরা হবে । ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, "দিলজিৎ, মনোজ, ফতিমার মতো অভিনেতাদের পেয়ে খুবই ভালো লাগছে । দর্শকদের এটা ভালো লাগবে বলে আমি আশাবাদী । 6 জানুয়ারি থেকে শুরু হবে শুটিং । চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত । বছরের শেষ দিকে মুক্তি পাবে ছবিটি ।"
শেষবার 'সোনচিড়িয়া' ছবিতে কাজ করেছিলেন মনোজ বাজপেয়ি । সেখানে সুশান্ত সিং রাজপুত ও ভূমি পেডনেকরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । এরপর 'সত্যমেভ জয়তে ২' ছবিতেও কাজ করেছেন ।
এছাড়া 'গুড নিউজ়' নিয়ে খন খুবই ব্যস্ত দিলজিৎ । ছবি মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি । সেখানে কিয়ারা আদবানির বিপরীতে অভিনয় করেন তিনি । ছিলেন করিনা কাপুর খান ও অক্ষয় কুমারও । এর পাশাপাশি শেষবার 'ঠগস অফ হিন্দুস্তান' ছবিতে কাজ করেছিলেন ফতিমা । অমির খান, অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সেই ছবিতে স্ক্রিন শেয়ার করেন তিনি ।