মুম্বাই, 13 জুন: করোনা জয়ের পর সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণে মগ্ন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ৷ শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পান বলিউডের মেগাস্টার ৷ আজ সকালে তাঁর টুইটার হ্যান্ডেলে থ্রোব্যাক ছবি শেয়ার করেন তিনি ৷
ছবিতে দীলিপ কুমারসহ রয়েছেন প্রবীণ অভিনেত্রী নার্গিস ৷ ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "এই ছবিটি কখন এবং কোথায় ক্লিক করা হয়েছিল তার কোনও ধারণা আছে?" কিংবদন্তি অভিনেতার ছবি আপলোড হতেই মুহূর্তেই ভাইরাল নেট দুনিয়ায় ৷ ভক্তদের কমেন্টের বন্যা তাঁর পোস্ট জুড়ে ৷ এক ভক্ত অনুমান করে বলেন, ছবিটি 1950 সালে 'বাবুল' ছবির শুটিং চলাকালিন এবং ছবিটি তোলেন রাজ কাপুর ৷
উল্লেখ্য শ্বাসকষ্টজনিত কারণে গত 6 জুন মুম্বইয়ের একটি নন-কোভিড হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে ৷ বৃহস্পতিবার কিছুটা সুস্থ হলেও তাঁকে চিকিৎসকরা আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন ৷ শুক্রবার অভিনেতার টুইটার হ্যান্ডেলে নিশ্চিত করা হয় আপাতত সুস্থ দিলীপ কুমার এবং ফিরছেন বাড়ি ৷
প্রসঙ্গত এর আগে অভিনেতার মৃত্যু সম্পর্কে গুজব ছড়ানো নিয়ে তাঁর স্ত্রী সায়রা বানু বলেন, " হোয়াটসঅ্যাপে তথ্যগুলিতে বিশ্বাস করবেন না । ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল । আপনাদের প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ । ডাক্তারদের মতে, 2-3 দিনের মধ্যে বাড়িতে ফিরবেন । ইনশাআল্লাহ । "
'মুঘল-ই-আজম', 'দেবদাস', 'নয়া দৌর' এবং 'রাম অর' সহ পাঁচ দশক ধরে বেশ কয়েকটি আইকনিক চলচ্চিত্র উপহার দিয়েছেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ৷ তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল 1998 সালে 'কিলা' ছবিতে ।