মুম্বই : বলিউড লেজেন্ড দিলীপ কুমার আর তাঁর স্ত্রী এবং অভিনেত্রী সায়রা বানু ফ্যানেদের একটা দারুণ ট্রিট দিলেন । একইসঙ্গে গোলাপি পোশাকে ধরা দিলেন দম্পতি । এখনও তাঁদের দেখে চোখ ফেরানো দায় ।
এযাবৎ কালে দিলীপ কুমারের অসুস্থতার খবর পাওয়া গেছে বারবার । সেই খবর শুনে মন ভেঙেছে ফ্যানেদের । তাই হঠাৎ করে প্রিয় অভিনেতা দিলীপ সাহেবের এমন ফ্রেশ লুক দেখে বেশ খুশি তারা ।
"গোলাপি । প্রিয় শার্ট । ভগবান সকলের মঙ্গল করুন ।", টুইটারে এমনই ক্যাপশন দিয়েছেন দিলীপ কুমার । সায়রা বানুর সঙ্গে হাতে হাত দিয়ে বাগানে তোলা সেই ছবি ।