পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এখনও ওঁদের প্রেমের রং গোলাপি... - দিলীপ কুমারের খবর

একজনের বয়স 97 আর একজনের 76 । হলে কী হবে ? তাঁদের মন এখনও সেই প্রথম প্রেমে পড়া কিশোর-কিশোরীদের মতো । কথা হচ্ছে দিলীপ কুমার ও সায়রা বানুকে নিয়ে ।

Dilip kumar and saira banu in pink shirt
Dilip kumar and saira banu in pink shirt

By

Published : Sep 30, 2020, 6:10 PM IST

মুম্বই : বলিউড লেজেন্ড দিলীপ কুমার আর তাঁর স্ত্রী এবং অভিনেত্রী সায়রা বানু ফ্যানেদের একটা দারুণ ট্রিট দিলেন । একইসঙ্গে গোলাপি পোশাকে ধরা দিলেন দম্পতি । এখনও তাঁদের দেখে চোখ ফেরানো দায় ।

এযাবৎ কালে দিলীপ কুমারের অসুস্থতার খবর পাওয়া গেছে বারবার । সেই খবর শুনে মন ভেঙেছে ফ্যানেদের । তাই হঠাৎ করে প্রিয় অভিনেতা দিলীপ সাহেবের এমন ফ্রেশ লুক দেখে বেশ খুশি তারা ।

"গোলাপি । প্রিয় শার্ট । ভগবান সকলের মঙ্গল করুন ।", টুইটারে এমনই ক্যাপশন দিয়েছেন দিলীপ কুমার । সায়রা বানুর সঙ্গে হাতে হাত দিয়ে বাগানে তোলা সেই ছবি ।

ছবিটি দেখে কেউ লিখেছেন, "ভালো থাকুন । গোলাপি রঙে দারুণ লাগছে আপনাকে ।"

তো কারও মন্তব্য, "আপনারা দু'জনেই সুস্থ থাকুন এবং এভাবেই আনন্দে থাকুন ।" দেখে নিন পোস্টটি...

1966 সালে যখন দিলীপ আর সায়রা বিয়ে করেন তখন পাত্রের বয়স 44 আর পাত্রী 22, ফারাক 22 বছরের । তবে প্রেমের কাছে বয়সটা কোনও ম্যাটার করে না তা ভালোই বুঝিয়েছেন দম্পতি ।

ABOUT THE AUTHOR

...view details