মুম্বই : হিন্দি ছবির দুনিয়ায় দিলীপ কুমারের অবদান অনস্বীকার্য। আজ তিনি আরও এক বছর বৃদ্ধ হলেন। আয়েশা বেগম ও লালা গুলাম সরওয়ার আলি খানের কোল আলো করে 1922 সালের এই তারিখেই জন্মগ্রহণ করেন অভিনেতা।
দিলীপ কুমারের কিছু বিথ্যাত চরিত্র সকাল থেকেই মানুষের শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা বইছে সোশাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলগুলোতে। এখনও অসংখ্য মানুষের মনের মধ্যে গেঁথে রয়েছে দিলীপ কুমার অভিনীত চরিত্রগুলো। সকলের থেকে এত ভালোবাসা পেয়ে তাই আবেগে চোখে জল চলে আসছে অভিনেতার।
টুইটারে তিনি জানিয়েছেন, "এই 97তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে কল ও মেসেজের বন্যা বইছে গতকাল রাত থেকে। সেলিব্রেশন খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনাদের অপরিমিত ভালোবাসা, স্নেহ ও প্রার্থনা আমার চোখ আর্দ্র করে তোলে। কৃতজ্ঞতায় চোখে জল চলে আসে।"
1944 সালে প্রথম ছবি 'জোয়ার ভাঁটা'..তবে 1947 সালে 'জুগনু' ছবিই তাঁকে প্রথম সাফল্য এনে দেয়। বলা হয় ভারতীয় সিনেমার প্রথম মহিলা অভিনেত্রী দেবিকা রানি খুঁজে নিয়েছিলেন এই রত্নকে। কোনও এক মিলিটারি ক্যান্টিনে দিলীপ কুমারকে দেখেন দেবিকা। তিনিই 'জোয়ার ভাঁটা' ছবির চরিত্রটি অফার করেন দিলীপ কুমারকে।
মুঘল-এ-আজ়ম-এর সেই অবিস্মরণীয়
দিলীপ কুমার সেই প্রথম অভিনেতা যিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 'দাগ' ছবিতে অসাধারণ পারফর্মেন্সের জন্য পেয়েছিলেন সেই সম্মান। সবমিলিয়ে 8টি ফিল্মফেয়ারে পুরস্কার পেয়েছেন তিনি। 1994 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত হয়েছেন। এছাড়া রয়েছে আরও অসংখ্য পুরস্কার আর সম্মান।
দিলীপ কুমারকে তাঁর জন্মদিনে অনেক শুভ কামনা ETV ভারত সিতারার পক্ষ থেকে।