হায়দরাবাদ, 9 জানুয়ারি : তামিল হিট ছবি 'বিক্রম বেদা'-র হিন্দি রিমেকে বলিউড তারকা আমির খানের সঙ্গে সইফ আলি খান স্ক্রিন শেয়ার করার কথা জানা যায় । হঠাৎই তিনি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ালেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান । কারণ না-পসন্দ চিত্রনাট্য । তবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি তিনি । কিন্তু কী কারণে আমির খান এই ছবি করছেন না তা স্পষ্ট জানা যায়নি । তবে সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, আমির খান হিন্দি রিমেকের 'বিক্রম বেদা'-র চিত্রনাট্যে সন্তুষ্ট নন । তাই তিনি বিজয় সেতুপতির চরিত্র থেকে তিনি সরে দাঁড়িয়েছেন ।
'বেদা'র খলনায়ক হিসেবে বিজয়ের চরিত্র ফুটিয়ে তোলার কথা ছিল আমির খানের । চিত্রনাট্যে সমস্যা রয়েছে বলে অভিনেতা ছেড়ে গেছেন বলে জল্পনা তুঙ্গে ওঠে । একটি ওয়েবলয়েডে প্রকাশিত হয়, তামিল ছবির হিন্দি রিমেকের চিত্রনাট্যটি প্রথমে পছন্দ হয় আমিরের, পরেই তিনি ছেড়ে চলে যান । অনেকেই মনে করছেন, আমির খান খলনায়ক চরিত্রে তথা বিজয় সেতুপতির চরিত্রটি পছন্দ করেননি বলেই এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন, লাল সিং চাড্ডার শুটিং চলাকালীন এই খবরটি শোনা যায় ।