মুম্বই : অভিনয় তাঁর রক্তে । ছোটো থেকেই বাবা অমিতাভ বচ্চন ও মা জয়া বচ্চনকে অভিনয় করতে দেখছেন তিনি । তবে স্টার কিড হওয়া সত্ত্বেও প্রথম সিনেমায় অভিনয়ের সুযোগটা খুব সহজে আসেনি তাঁর কাছে । যেতে হয়েছে একাধিক পরীক্ষার মধ্যে দিয়ে । ইন্ডাস্ট্রিতে পা রাখার দু'বছর পর প্রথম ছবিতে অভিনয়ের সুযোগ পান অভিষেক বচ্চন ।
2000 সালে 'রিফিউজি' ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন অভিষেক । সেখানে করিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । দু'জনেরই ডেবিউ ছবি ছিল এটি । তবে স্টার কিড হলেও খুব সহজে সিনেমার সুযোগ পাননি অভিষেক । একটি সাক্ষাৎকারে এই কথা খোলসা করেন তিনি ।
অভিনয় জগতে পা রাখার আগে প্রোডাকশন অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করতেন অভিষেক । তখন স্টুডিয়োতে বিভিন্ন ধরনের কাজ করতে হয়েছিল তাঁকে । সাক্ষাৎকারে তিনি বলেন, "প্রথম সিনেমায় অভিনয়ের সুযোগ পেতে সময় লেগেছিল দু'বছর । তার আগে স্টুডিয়ো ফ্লোরে চা তৈরি করা থেকে শুরু করে ফ্লোর পরিষ্কার সবই করতে হয়েছে । এমনকী, আরশাদ ওয়ারসির গাড়ির চালকও ছিলাম আমি ।"