পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এক সময় স্টুডিয়োতে চা বানাতেন অভিষেক বচ্চন ! - abhishek cleaned studio floors

2000 সালে 'রিফিউজি' ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন অভিষেক । সেখানে করিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । দু'জনেরই ডেবিউ ছবি ছিল এটি । তবে স্টার কিড হলেও খুব সহজে সিনেমার সুযোগ পাননি অভিষেক । একটি সাক্ষাৎকারে এই কথা খোলসা করেন তিনি ।

sdf
sdf

By

Published : May 31, 2020, 6:20 PM IST

মুম্বই : অভিনয় তাঁর রক্তে । ছোটো থেকেই বাবা অমিতাভ বচ্চন ও মা জয়া বচ্চনকে অভিনয় করতে দেখছেন তিনি । তবে স্টার কিড হওয়া সত্ত্বেও প্রথম সিনেমায় অভিনয়ের সুযোগটা খুব সহজে আসেনি তাঁর কাছে । যেতে হয়েছে একাধিক পরীক্ষার মধ্যে দিয়ে । ইন্ডাস্ট্রিতে পা রাখার দু'বছর পর প্রথম ছবিতে অভিনয়ের সুযোগ পান অভিষেক বচ্চন ।

2000 সালে 'রিফিউজি' ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন অভিষেক । সেখানে করিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । দু'জনেরই ডেবিউ ছবি ছিল এটি । তবে স্টার কিড হলেও খুব সহজে সিনেমার সুযোগ পাননি অভিষেক । একটি সাক্ষাৎকারে এই কথা খোলসা করেন তিনি ।

অভিনয় জগতে পা রাখার আগে প্রোডাকশন অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করতেন অভিষেক । তখন স্টুডিয়োতে বিভিন্ন ধরনের কাজ করতে হয়েছিল তাঁকে । সাক্ষাৎকারে তিনি বলেন, "প্রথম সিনেমায় অভিনয়ের সুযোগ পেতে সময় লেগেছিল দু'বছর । তার আগে স্টুডিয়ো ফ্লোরে চা তৈরি করা থেকে শুরু করে ফ্লোর পরিষ্কার সবই করতে হয়েছে । এমনকী, আরশাদ ওয়ারসির গাড়ির চালকও ছিলাম আমি ।"

ক্যারিয়ারের শুরুর তিনটে বছর খুব কম সাফল্যের মুখ দেখেছিলেন অভিষেক । ওই সময় সিনেমা মুক্তি পাওয়ার পর বাড়ি থেকেই বের হতে চাইতেন না তিনি । বলেন, "আয়নার উপর ছবির রিভিউগুলো সাঁটাতাম । তারপর সমালোচকদের যেদিকগুলো পছন্দ হয়নি সেগুলো নিয়ে কাজ করতাম ।"

এরপর মনি রত্নমের 'যুব' ও সঞ্জয় গাধবির 'ধুম'-এর মাধ্যমে ব্যাপক সাফল্য পান অভিষেক । এরপর ধীরে ধীরে 'গুরু', 'বান্টি অউর বাবলি', 'পা' ও 'বোল বচ্চন'-এর মতো একাধিক হিট ছবি দর্শককে উপহার দেন তিনি ।

তবে এখন একাধিক ছবি রয়েছে অভিষেকের হাতে । তার মধ্যে অনুরাগ বাসুর 'লুডো'। যেখানে সানিয়া মলহোত্রা, ফতিমা সানা শেখ, রাজকুমার রাও, আদিত্য রয় কাপুর ও পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । এর পাশাপাশি 'দা বিগ বুল' ও 'বব বিশ্বাস'-এর মতো ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ।

ABOUT THE AUTHOR

...view details