মুম্বই : যে সমস্ত বলিউড সেলেব্রিটি মোদির ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করেছেন, তাঁদের মধ্যে অন্যতম ও সর্বাধিক উল্লেখযোগ্য অনুদান অক্ষয় কুমারের । কিন্তু, বিষয়টি নিয়ে খুব একটা খুশি নন শত্রুঘ্ন সিনহা । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে যে, অক্ষয়ের অনুদানের উপকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই বর্ষীয়ান অভিনেতা ।
শত্রুঘ্নর মতে, চ্যারিটি করে সেটা ঘোষণা করা খুব নিচু মনের পরিচয় দেয় । কেউ 25 কোটি টাকা অনুদান দিয়েছে শুনলে অন্য কারও মন ভেঙে যেতে পারে । কে কত টাকা অনুদান দিলেন, সেই দিয়ে কি তার ভালোমানুষি বিচার করা যায় ? প্রশ্ন তুলেছেন শত্রুঘ্ন ।
গ্ল্যামার দুনিয়ার এই লোক দেখানো স্বভাবটাকে বেশ ভয় পান শত্রুঘ্ন । চ্যারিটি করা মানুষের ব্য়ক্তিগত ব্যাপার হওয়া উচিত, মনে করেন তিনি । কেউ একজন 25 কোটি টাকা দিলেও সেটা আদৌ কোনও কাজে আসবে কিনা সেই নিয়ে সন্দেহ শত্রুঘ্নর ।
এই 'কেউ' বলতে যে শত্রুঘ্ন কাকে বুঝিয়েছেন সেটা বুঝতে বাকি নেই কারও । কারণ বলিউডে একমাত্র অক্ষয় কুমারই এই পরিমাণ অর্থ দান করেছেন PM কেয়ার্স ফান্ডে ।
কয়েকদিন আগে একই সুর শোনা গেছিল সোনাক্ষী সিনহার মুখেও । কোরোনা মোকাবিলায় তিনি অনুদান দিয়েছেন কিনা সেই নিয়ে বারবার প্রশ্ন করা হচ্ছিল তাঁকে । অভিনেত্রী উত্তরে বলেন, "ঘোষণা করা হয়নি মানে কন্ট্রিবিউট করা হয়নি, এটা যারা ভাবেন তাদের উদ্দেশে এক মিনিটের নীরবতা পালন..."