পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নিজেকে প্রেমের গল্পের জন্য বেমানান বলে মনে করেন ডায়না - Diana not love story kind of person

পরবর্তী ছবি প্রসঙ্গে IANS-কে ডায়না বলেন, "একটা সুন্দর প্রেমের গল্প তুলে ধরা হবে 'শিদ্দত'-এ । এই গল্পের সঙ্গে অনেকেই নিজেদের মিল খুঁজে পাবেন । সাধারণত প্রেমের গল্পে আমাকে খুব একটা মানায় না । তবে যখন স্ক্রিপ্টটা শুনেছিলাম, তখন গল্পটা আমাকে খুবই টানছিল ।"

sdf
sdf

By

Published : Jun 22, 2020, 9:40 AM IST

মুম্বই : পরবর্তী রোম্যান্টিক ছবি 'শিদ্দত'-এ অভিনয় করবেন ডায়না পেন্টি । তবে রোম্যান্টিক ছবিতে সাধারণত কাজ করেন না বলেই জানান অভিনেত্রী । আসলে নিজেকে প্রেমের গল্পের জন্য বেমানান বলে মনে করেন তিনি ।

পরবর্তী ছবি প্রসঙ্গে IANS-কে ডায়না বলেন, "একটা সুন্দর প্রেমের গল্প তুলে ধরা হবে 'শিদ্দত'-এ । এই গল্পের সঙ্গে অনেকেই নিজেদের মিল খুঁজে পাবেন । সাধারণত প্রেমের গল্পে আমাকে খুব একটা মানায় না । তবে যখন স্ক্রিপ্টটা শুনেছিলাম, তখন গল্পটা আমাকে খুবই টানছিল ।"

.

'শিদ্দত' ছবিতে ডায়নার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে মোহিত রায়না, রাধিকা মদন এবং সানি কৌশলকে । পরিচালনা করবেন কুণাল দেশমুখ ।

দীনেশ বিজন প্রযোজিত এই ছবিতে ফুটে উঠবে দুই দম্পতির কাহিনি । সমান্তরালভাবে বয়ে চলবে তাদের গল্প । ডায়নার বিপরীতে দেখা যাবে মোহিতকে আর সানির বিপরীতে থাকবেন রাধিকা ।

ছবির অভিনেতাদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে ডায়না বলেন, "মোহিত, রাধিকা এবং সানির সঙ্গে কাজ করে খুবই ভালো লাগছে । সবাই খুবই প্রতিভাবান শিল্পী । এই গল্পকে জীবন্ত করে তুলে সব থেকে ভালো কাজ করেছেন কুণাল ।"

ABOUT THE AUTHOR

...view details