মুম্বই : দিয়া মির্জ়ার জীবনে ফের প্রেমের হাওয়া । শোনা যাচ্ছে ভ্যালেন্টাইন'স ডে-র ঠিক পরের দিন অর্থাৎ 15 ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দিয়া ।
2019 সালে প্রযোজক সাহিল সাঙ্ঘার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় দিয়ার । 11 বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন দিয়া আর সাহিল । ব্যক্তিগত সমস্যার কারণে পরিণত দু'টি মানুষ খুব পরিণত ও শান্তিপূর্ণভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন ।