মুম্বই : বেশ অনেক বছর পর বড় পরদায় দেখা যাবে দিয়া মির্জাকে । অনুভব সিনহার 'থাপ্পড়' ছবিতে দেখা যাবে তাঁকে । ছবির প্রোমোশনে এখন তাই বেশ ব্যস্ত দিয়া । সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁকে প্রশ্ন করা হয় বিবাহবিচ্ছেদ নিয়ে । খোলামেলা জবাব দেন অভিনেত্রী ।
দিয়া বলেন, "আমি সেলেব্রিটি বলেই যে আমার কষ্ট হয় না তা তো নয় । তবে 34 বছর আগে আমার বাবা-মায়ের ডিভোর্স আমায় অনেক শক্ত করে দিয়েছে । আমি নিজেকে এটাই বুঝিয়েছি যে, চার বছর বয়সে যদি বাবা-মায়ের ডিভোর্স সামলাতে পারি, তাহলে 37 বছর বয়সে নিজের ডিভোর্স সামলানো কী ব্যাপার ?"