পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

চার বছরে বাবা-মায়ের ডিভোর্স সামলেছি, নিজের ডিভোর্স সামলানো কী ব্যাপার ? - দিয়া মির্জার খবর

স্বামী সাহিল সাঙ্ঘার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা গত বছর সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন দিয়া মির্জা । সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ডিভোর্সের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী ।

Dia Mirza latest news  Dia Mirza Divirce  দিয়া মির্জার খবর  দিয়া মির্জার ডিভোর্স
Dia Mirza latest news Dia Mirza Divirce দিয়া মির্জার খবর দিয়া মির্জার ডিভোর্স

By

Published : Feb 12, 2020, 12:22 PM IST

মুম্বই : বেশ অনেক বছর পর বড় পরদায় দেখা যাবে দিয়া মির্জাকে । অনুভব সিনহার 'থাপ্পড়' ছবিতে দেখা যাবে তাঁকে । ছবির প্রোমোশনে এখন তাই বেশ ব্যস্ত দিয়া । সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁকে প্রশ্ন করা হয় বিবাহবিচ্ছেদ নিয়ে । খোলামেলা জবাব দেন অভিনেত্রী ।

দিয়া বলেন, "আমি সেলেব্রিটি বলেই যে আমার কষ্ট হয় না তা তো নয় । তবে 34 বছর আগে আমার বাবা-মায়ের ডিভোর্স আমায় অনেক শক্ত করে দিয়েছে । আমি নিজেকে এটাই বুঝিয়েছি যে, চার বছর বয়সে যদি বাবা-মায়ের ডিভোর্স সামলাতে পারি, তাহলে 37 বছর বয়সে নিজের ডিভোর্স সামলানো কী ব্যাপার ?"

সৌজন্যে সোশাল মিডিয়া

তিনি আরও বলেন, "নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই কয়েকটা সিদ্ধান্ত নিতে পারে না, কারণ তারা ভয় পায় । নিজেকে শক্ত করতে হবে, বোঝাতে হবে যে এই সময়টাও পেরিয়ে যাবে একদিন ।"

কীভাবে নিজেকে আনন্দে রাখেন দিয়া ? উত্তরে তিনি বলেন, "আমি নিজেকে মুক্ত করে দিই । 14 বছর ধরে আমি ধ্য়ান অভ্যাস করি । সকালগুলো আমি বাগান করি, আমি পুরো বাড়িটা সবুজে ভরপুর, সেখানে পাখি ডাকে, মৌমাছি ওড়ে । এগুলো না থাকলে তো শহরটা তোমার মধ্যে ঢুকে পড়বে, যেখানে শুধু ক্রুদ্ধ মানুষরা থাকে ।"

অনুভব সিনহার 'থাপ্পড়' মুক্তি পাবে 28 ফেব্রুয়ারি ।

ABOUT THE AUTHOR

...view details