পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন দিয়া, আবেগতাড়িত পোস্ট অভিনেত্রীর - দিয়া মির্জা ডিভোর্স

বিয়ের ৫ বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটছেন দিয়া মির্জা ও তাঁর স্বামী সাহিল সাঙ্ঘা। ইনস্টাগ্রামের মাধ্যমে এই খবর প্রকাশ্যে আনলেন স্বয়ং অভিনেত্রী।

দিয়া মির্জা

By

Published : Aug 1, 2019, 1:13 PM IST

মুম্বই : পরিচিতি ১১ বছরের। আর ২০১৪ সালে বিয়ে। দিয়া মির্জা আর সাহিল সাঙ্ঘার বিয়েটা সেই বছরের 'টক অফ দ্য টাউন' ছিল। কিন্তু, এই বৈবাহিক সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। তাই দুই পক্ষের সমর্থনে বন্ধুত্বপূর্ণ ভাবে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেত্রী ও তাঁর স্বামী।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিয়া লিখেছেন, "১১ বছর ধরে একে অপরের সঙ্গে থাকার পর, আমাদের জীবনটা শেয়ার করার পর, আমরা মিউচুয়ালি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

তিনি আরও লিখেছেন, "তবে আমরা বন্ধু থাকব, ভালোবাসা আর সম্মানের সঙ্গে একে অপরের পাশে থাকব।" এই সময় তাঁদের একান্ত নির্জনতা প্রয়োজন। সেই প্রয়োজনীয়তাকে যেন সম্মান করে তাঁদের পরিবার ও পরিজন, আবেদন জানালেন দিয়া।

সঙ্গে এটাও জানালেন যে এই বিষয় আর কোনও রকম কথাবার্তা বলবেন না তাঁরা। দেখে নিন দিয়ার সেই পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details