মুম্বই : পরিচিতি ১১ বছরের। আর ২০১৪ সালে বিয়ে। দিয়া মির্জা আর সাহিল সাঙ্ঘার বিয়েটা সেই বছরের 'টক অফ দ্য টাউন' ছিল। কিন্তু, এই বৈবাহিক সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। তাই দুই পক্ষের সমর্থনে বন্ধুত্বপূর্ণ ভাবে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেত্রী ও তাঁর স্বামী।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিয়া লিখেছেন, "১১ বছর ধরে একে অপরের সঙ্গে থাকার পর, আমাদের জীবনটা শেয়ার করার পর, আমরা মিউচুয়ালি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"