পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ধাকড়'-এর টিজ়ারে অচেনা কঙ্গনা... - কঙ্গনা রানাওয়াত

বলিউডের অন্যতম ভার্সেটাইল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এক একটা ছবিতে তিনি এক এক ধরনের চরিত্রে অভিনয় করে চমকে দেন দর্শককে। প্রতিটা চরিত্রের জন্য নিজেকে রীতিমতো তৈরি করেন কঙ্গনা, পালটে দেন ভোল। ঠিক যেমনটা এবারও করলেন। 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র রেশ কাটতে না কাটতে 'ধাকড়'-এ তাঁকে দেখা গেল একেবারে অন্য চরিত্রে। এরকম রূপে সেভাবে দেখা যায়নি কোনও ভারতীয় অভিনেত্রীকে।

কঙ্গনা রানাওয়াত

By

Published : Aug 9, 2019, 12:23 PM IST

মুম্বই : আগুনে ঝলসানো মৃত্যুপুরী চারিদিকে। মাঝখান দিয়ে হেঁটে আসছেন কঙ্গনা, হাতে বিশাল নলওয়ালা বন্দুক। মুখে রক্ত মাখামাখি। জিভ দিয়ে স্বাদ নিলেন তার। হ্যাঁ, 'ধাকড়'-এ এরকম কঙ্গনাকেই দেখা যাবে।

টিজ়ারের দৃশ্য...

রজনীশ রেজ়ি ঘাইয়ের পরিচালনায় আসছে 'ধাকড়'। ছবিটির স্ক্রিনপ্লে লিখেছেন রীতেশ শাহ। ছবিটি প্রসঙ্গে কঙ্গনা এক সর্বভারতীয় সংবামাধ্য়মকে বলেন, "আমার ক্যারিয়ারের বেঞ্চমার্ক ছবি 'ধাকড়'। এরকম মহিলাকেন্দ্রিক অ্যাকশন ফিল্ম এই প্রথম। দিওয়ালিতে মুক্তি পাওয়ার পক্ষে একেবারে উপযুক্ত ছবি 'ধাকড়'।"

দেখে নিন 'ধাকড়'-এর 'ধাঁসু' টিজ়ার...

ABOUT THE AUTHOR

...view details