পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফুলগাছে জল দেওয়ার ভিডিয়ো শেয়ার ধর্মেন্দ্রর - hearty breakfast during lockdown

আজ সোশাল মিডিয়ায় একটি নতুন ভিডিয়ো শেয়ার করেন ধর্মেন্দ্র । যেখানে তাঁকে ফুলগাছে জল দিতে দেখা গিয়েছে । পাশাপাশি ভিডিয়োতে ব্রেকফাস্ট করতেও দেখা যায় তাঁকে ।

sdf
sdf

By

Published : May 5, 2020, 2:31 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি লকডাউন । এই কঠিন পরিস্থিতিতে লোনাভালায় নিজের ফার্মহাউজ়ে রয়েছেন ধর্মেন্দ্র দেওল । সেখানেই গাছপালা নিয়ে ও জমিতে চাষ করে সময় কেটে যাচ্ছে তাঁর । আর প্রায় প্রতিদিনই সোশাল মিডিয়ায় কোনও না কোনও ভিডিয়ো পোস্ট করে ফ্যানদের আপডেট দিচ্ছেন তিনি । সম্প্রতি আরও একটি ভিডিয়ো শেয়ার করেন এই বর্ষীয়ান অভিনেতা ।

আজ সকালের দিকে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন ধর্মেন্দ্র । যেখানে ফুলের গাছে পাইপে করে জল দিতে দেখা গিয়েছে তাঁকে । তিনি বলেন, "গাছে জল দেওয়া একটা ভালো এক্সারসাইজ় । আমি প্রতিদিন আধ ঘণ্টা অন্তর অন্তর গাছে জল দিই ।" এরপর ওই ভিডিয়োতেই ব্রেকফাস্ট করতে দেখা যায় তাঁকে । ফ্যানদের তিনি বলেন, "অর্ধেক পরোটা ও ভালো চা আমার দিনটাকে সুন্দর করে তোলে ।"

ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "কোরোনার হাত থেকে রেহাই পেতে দয়া করে সামাজিক দূরত্ব মেনে চলুন ।"

লকডাউন জারির একদিন আগেই ফার্মহাউজ়ে চলে গিয়েছিলেন ধর্মেন্দ্র । আপাতত সেখানেই রয়েছেন । যদিও সেখানে কখনওই শুয়ে বসে থাকেন না তিনি । সময় পেলেই জমির কাজে হাত লাগান এই বর্ষীয়ান অভিনেতা । নিজেকে ব্যস্ত রাখতে চাষ নিয়েই বেশিরভাগ সময় কাটান তিনি । একটি ভিডিয়োতে ট্রাক্টর দিয়ে জমিতে চাষ করতে দেখা গিয়েছিল তাঁকে ।

তার কয়েকদিন পর নিজের ফার্মের কলার একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন ধর্মেন্দ্র । বলেন, "বাজার থেকে খুব সহজেই কলা কিনতে পাওয়া যায় । কিন্তু, নিজের ফার্মের কলার মধ্যে পার্থক্য রয়েছে । আর এই কলা খেতেও অসাধারণ ।"

ABOUT THE AUTHOR

...view details