মুম্বই : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি লকডাউন । এই কঠিন পরিস্থিতিতে লোনাভালায় নিজের ফার্মহাউজ়ে রয়েছেন ধর্মেন্দ্র দেওল । সেখানেই গাছপালা নিয়ে ও জমিতে চাষ করে সময় কেটে যাচ্ছে তাঁর । আর প্রায় প্রতিদিনই সোশাল মিডিয়ায় কোনও না কোনও ভিডিয়ো পোস্ট করে ফ্যানদের আপডেট দিচ্ছেন তিনি । সম্প্রতি আরও একটি ভিডিয়ো শেয়ার করেন এই বর্ষীয়ান অভিনেতা ।
আজ সকালের দিকে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন ধর্মেন্দ্র । যেখানে ফুলের গাছে পাইপে করে জল দিতে দেখা গিয়েছে তাঁকে । তিনি বলেন, "গাছে জল দেওয়া একটা ভালো এক্সারসাইজ় । আমি প্রতিদিন আধ ঘণ্টা অন্তর অন্তর গাছে জল দিই ।" এরপর ওই ভিডিয়োতেই ব্রেকফাস্ট করতে দেখা যায় তাঁকে । ফ্যানদের তিনি বলেন, "অর্ধেক পরোটা ও ভালো চা আমার দিনটাকে সুন্দর করে তোলে ।"