মুম্বই : আজ 64 বছরে পা দিলেন সানি দেওল । জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানান বাবা ধর্মেন্দ্র দেওল ও ভাই ববি দেওল ।
টুইটারে সানির ছেলেবেলার একটি ছবি পোস্ট করেন ধর্মেন্দ্র । সাদা-কালো ছবিতে ছেলেবেলার পাশাপাশি সানির বড় বয়সের ছবিও পোস্ট করেন । ক্যাপশনে লেখেন, "লাভ ইউ জেলি, বেঁচে থাকো । আমার আত্মার কণ্ঠ তুমি ।"