পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ধর্মা প্রোডাকশনের এগজ়িকিউটিভ প্রডিউসারকে গ্রেপ্তার NCB-র - Kshitij Ravi Prasad arrest

মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হল ধর্মা প্রোডাকশনের এগজ়িকিউটিভ প্রডিউসার ক্ষিতিজ রবিপ্রসাদকে । আজ তাঁকে গ্রেপ্তার করে NCB ।

asd
asd

By

Published : Sep 26, 2020, 3:35 PM IST

Updated : Sep 26, 2020, 5:11 PM IST

মুম্বই : মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হল ধর্মা প্রোডাকশনের এগজ়িকিউটিভ প্রডিউসার ক্ষিতিজ রবিপ্রসাদকে । তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক পাওয়া গিয়েছে বলে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB) সূত্রে জানা গিয়েছে ।

মাদক তদন্তে ক্ষিতিজকে সমন পাঠিয়েছিল NCB । সেই অনুযায়ী গতকাল হাজিরা দেন তিনি । টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে । সূত্রের খবর, গতকাল ক্ষিতিজের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা । সেই সময় তাঁর বাড়ি থেকে মাদক উদ্ধার করা হয় । এরপর আজ মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে । পাশাপাশি মাদক পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলেও জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেছেন বলে জানা গিয়েছে ।

গতবছর করণ জোহরের বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল । সেই ভিডিয়োতে রণবীর কাপুর থেকে শুরু করে দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান সবাইকেই দেখা গিয়েছে । ভিডিয়োটি দেখে অনেকেই দাবি করেছিলেন, মাদকের নেশায় বুঁদ হয়ে রয়েছেন তারকারা । ভাইরাল হয় সেই ভিডিয়ো । একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও তারকা সবাইকে বিষয়টি নিয়ে সরব হতে দেখা গিয়েছিল । আর সেই ভিডিয়োর সূত্র ধরেই ক্ষিতিজ রবিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

এদিকে গতকাল রাতে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন করণ জোহর । একটি বিবৃতি দিয়ে তিনি জানান, 2019-এর চর্চিত ওই পার্টির সম্পর্কে আগেও তিনি নিজের সাফাই দিয়েছিলেন । জানিয়েছেন ওই পার্টিতে কোনও মাদক ব্যবহার করা হয়নি । বলেন, "কিছু সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ভুল খবর ছড়ানো হচ্ছে যে ওই পার্টিতে নিষিদ্ধ মাদক সেবন করা হয়েছিল । যেটা আমি, করণ জোহর 28 জুলাই, 2019 সালে আমার বাড়িতে আয়োজন করেছিলাম । এই অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন । সেটা আমি আগেও জানিয়েছি । আমি নিষিদ্ধ মাদক সেবন নিজে করি না, বা এটা কেউ সেবন করুক তা সমর্থনও করি না বা এটির প্রচার করি না ।"

Last Updated : Sep 26, 2020, 5:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details