পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ড্রাইভ'-এ প্লেব্যাক দেব অরিজিতের - Dev Arijit playback in hindi movie drive

দেবের গাওয়া গানের নাম 'প্রেম পূজারী'। অনুরাগ কাশ্যপের ছবি 'মুক্কাবাজ'-এ গান গেয়ে বলিউডে প্রথম প্লেব্যাক করেছিলেন তিনি ।

ছবি

By

Published : Oct 27, 2019, 4:15 PM IST

কলকাতা : 1 নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ধর্মা প্রোডাকশন্সের ছবি 'ড্রাইভ'। রয়েছেন সুশান্ত সিং রাজপুত ও জ্যাকলিন ফার্নান্ডেজ় । পরিচালনায় তরুণ মন্সুখানি । আর এই ছবিতেই প্লেব্যাক করেছেন দেব অরিজিৎ ।

দেবের গাওয়া গানের নাম 'প্রেম পূজারী'। গানের কথা সিদ্ধান্ত কৌশলের । অনুরাগ কাশ্যপের ছবি 'মুক্কাবাজ'-এ গান গেয়ে বলিউডে প্রথম প্লেব্যাক করেছিলেন দেব । গানের নাম 'বহত দুখা মন' ।

ক্লাস টেনে পড়ার সময় থেকে সংগীত প্রশিক্ষণ শুরু হয় দেব অরিজিতের । প্রথমে নীহার রঞ্জন লালা, পরে বহরমপুরের গৌতম ভট্টাচার্যর কাছে সংগীতের প্রশিক্ষণ নিয়েছেন । 2007 সালে ছোটোবেলার বন্ধুদের সঙ্গে মুর্শিদাবাদেই একটি রক ব্যান্ড তৈরি করেন তিনি । 2011 সালে তাঁর সঙ্গে আলাপ হয় অরিজিৎ সিংয়ের । সংগীত পরিচালক অরিন্দমকে অ্যাসিস্ট করতে শুরু করেন বাংলা ছবিতে । 2013 সালে অরিজিৎ মুম্বইতে দেবকে একটি কাজের সুযোগ করে দেন । তখন সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সঙ্গে কাজ করেছিলেন দেব । 2013 ও 2014 সালে প্রীতমকে বেশকিছু হিন্দি ছবিতে অ্য়াসিস্ট করেন তিনি । তার মধ্যে 'ধুম ৩', 'শাদি কে সাইড এফেক্টস', 'ফাটা পোস্টার নিকলা হিরো', 'হলিডে', 'জগ্গা জাসুস'।

এরপর 2015 সাল থেকে অরিজিৎ সিংকেই অ্যাসিস্ট করছেন দেব । অরিজিৎ সিংয়ের লাইভ ব্যান্ডের সদস্য তিনি । এখন ফ্রিলান্স মিউজ়িক প্রডিউসার হিসেবেও কাজ করছেন । 2016 সালে 'হরিপদ ব্যান্ডওয়ালা'-তে ইন্দ্রদীপ দাশগুপ্তর কম্পোজ়িশনে প্রথম বাংলা ছবিতে প্লেব্যাক করেছিলেন দেব ।

ABOUT THE AUTHOR

...view details