নয়াদিল্লি, 1 নভেম্বর : ডিসেম্বরে তাঁরই ডিজাইন করা পোশাকে নাকি বিয়ের পিঁড়িতে বসবেন ভিকি-ক্যাট ৷ হাই-প্রোফাইল সেই বিয়ের পোশাক নিয়ে ব্যস্ততার মাঝেই তাল কেটেছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের ৷ বিতর্কের কেন্দ্রে তাঁর ডিজাইন করা মঙ্গলসূত্রের বিজ্ঞাপন ৷ অন্তর্বাস পরা মডেলের গলায় মঙ্গলসূত্র ঝুলিয়ে বিজ্ঞাপন নিয়ে বিতর্ক বাধে ৷ দিনকয়েক ধরে এ নিয়ে সাইবার আক্রমণ, হুমকির মুখে পড়তে হচ্ছিল সব্যসাচীকে ৷ অবশেষে সেই চাপের কাছে মাথা নোয়ালেন তিনি ৷
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রর হুমকির কাছে নতিস্বীকার করে তাঁর মঙ্গলসূত্র কালেকশনের বিজ্ঞাপন সরিয়ে নিলেন মানিকতলার ছেলে ৷ রবিবার সব্যসাচীর সংস্থার তরফ থেকে জানানো হয়, "ঐতিহ্য এবং সংস্কৃতিকে গতিশীল করার দৃষ্টিভঙ্গি নিয়ে মঙ্গলসূত্র বিজ্ঞাপনটি ক্ষমতায়ন এবং একত্রীকরনের কথা বলতে চেয়েছিল ৷ বিজ্ঞাপনটি উদযাপন করার লক্ষ্য নিয়ে বানানো হলেও আমরা মর্মাহত যে এটা একশ্রেণির মানুষকে আঘাত করেছে ৷ তাই আমরা বিজ্ঞাপনটি তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি ৷"