মুম্বই : JNU পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পর থেকেই জনতার একটা বড় অংশ দীপিকার বিরুদ্ধে চলে গেছিল । কেন্দ্রীয় সরকারের কয়েকজন নেতা 'ছপাক'-কে বয়কট করার দাবী জানায় । দীপিকা কংগ্রেসের সমর্থক বলে মত প্রকাশ করেন স্মৃতি ইরানি । দর্শক বাতিল করে দেন অ্যাডভান্স বুকিংয়ে কাটা 'ছপাক'-এর টিকিট । আর এই শোরগোলের মধ্যেই মুক্তি পায় ছবিটি । সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে মেঘনা গুলজ়ার পরিচালিত এই ছবি । খুব কম রেটিং পায় IMDb-র প্ল্যাটফর্মে । এই প্রসঙ্গে দীপিকা দিলেন এক ফিল্মি প্রতিক্রিয়া ।
এক রেডিয়ো চ্যানেলের শোয়ে দীপিকাকে এই নিয়ে প্রশ্ন করা হলে একেবারে ফিল্মি স্টাইলে তিনি বললেন, "ওরা আমার IMDb রেটিং বদলেছে, আমার মন নয়..."। 'ছপাক' ছবিতে কিছুটা এমনই এক সংলাপ ছিল, মালতীর কণ্ঠে শোনা গেছিল "ওরা আমার চেহারা বদলেছে, আমার মন নয় ।"