পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"নিজের টাকায় প্রযোজনা করেছি, রণবীরের টাকায় নয়", ক্ষেপলেন দীপিকা - দীপিকা পাড়ুকোন ছপক

'ছপক' ছবির অন্যতম প্রযোজক দীপিকা পাড়ুকোন । ছবির মিউজ়িক লঞ্চে এসে অভিনেত্রী পরিষ্কার করে বললেন যে, তিনি নিজের টাকাতেই ছবি প্রযোজনা করেছেন, রণবীরের টাকায় নয় ।

Deepika Padukone to journalist
Deepika Padukone to journalist

By

Published : Jan 4, 2020, 3:13 PM IST

মুম্বই : সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের পার্টিসিপেশন বেড়েছে ঠিকই, তবে সমাজের মানসিকতা কোথাও কোথাও আগের মতোই রয়ে গেছে । তাই কোনও মহিলা ষদি প্রযোজক হন, তার মানেই তিনি তার স্বামীর টাকা ব্যবহার করছেন, এই ধারণা পোষণ করেন কেউ কেউ । প্রতিবাদ করলেন দীপিকা ।

'ছপক'-এর মিউজ়িক লঞ্চ অনুষ্ঠানে এসে কোনও এক জার্নালিস্ট দীপিকাকে বলেন যে, "কোথাও গিয়ে রণবীরের টাকা লেগেছে এই ছবিতে, কারণ বাড়ির টাকা বলে কথা..."

জার্নালিস্টের এই কথায় দীপিকা তৎক্ষণাৎ প্রতিবাদ করে বলেন, "এক্সকিউজ় মি, এটা কে বলেছে ? এই টাকা পুরোটা আমার, আমার পরিশ্রম করে অর্জন করা টাকা..."

দীপিকার সঙ্গে সুর মেলান ছবির পরিচালক মেঘনা গুলজ়ারও । তিনিও বলেন, "নিজে থেকে এরকম ধারণা করে নেওয়া ঠিক নয় আপনার ।"...তাহলে কি সমাজ এখনও মহিলা প্রযোজকদের যোগ্য ক্রেডিট দিতে রাজি নয় ? প্রশ্ন একটা রয়েই যায় ।

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details