মুম্বই : সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের পার্টিসিপেশন বেড়েছে ঠিকই, তবে সমাজের মানসিকতা কোথাও কোথাও আগের মতোই রয়ে গেছে । তাই কোনও মহিলা ষদি প্রযোজক হন, তার মানেই তিনি তার স্বামীর টাকা ব্যবহার করছেন, এই ধারণা পোষণ করেন কেউ কেউ । প্রতিবাদ করলেন দীপিকা ।
'ছপক'-এর মিউজ়িক লঞ্চ অনুষ্ঠানে এসে কোনও এক জার্নালিস্ট দীপিকাকে বলেন যে, "কোথাও গিয়ে রণবীরের টাকা লেগেছে এই ছবিতে, কারণ বাড়ির টাকা বলে কথা..."