মুম্বই : 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'-র বানি ও নেয়নার চরিত্রে অনবদ্য হয়ে উঠেছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন । তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি নজর কেড়েছিল দর্শকদের । 2013-র আজকের দিনে মুক্তি পায় এই ছবি । দেখতে দেখতে কেটে গিয়েছে সাতটা বছর । তবু ছবির শুটিংয়ের দিনগুলোর স্মৃতি এখনও তাজা দীপিকার মনে ।
ছবি মুক্তির সাত বছর পুর্তি উপলক্ষ্যে আজ সকালে ইনস্টাগ্রামে 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'-র স্ক্রিন টেস্টের সময়কার দুটি ছবি পোস্ট করেন দীপিকা । রণবীরের সঙ্গে তোলা সেই ছবি দুটিতে ফুটে উঠেছে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রির একটা ঝলক ।
একটি ছবিতে একটা বেঞ্চের মধ্যে বসে রয়েছে নেয়না ও বানি । তাঁদের দু'জনের মুখেই লেগে রয়েছে হাসি । আর অন্যটিতে স্যাটিন আউটফিটে দেখা গিয়েছে দীপিকাকে ।