মুম্বই : কোরোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে গোটা দেশে জারি লকডাউন । এই পরিস্থিতিতে গৃহবন্দী তারকারা । কোনও কাজ না থাকায় নিজেদের মতো করেই সময় কাটাচ্ছেন তাঁরা । কাউকে এই সময় বাড়ির কাজ করতে দেখা যাচ্ছে । আবার কেউ চুটিয়ে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে । বাদ যাননি রণবীর সিং ও দীপিকা পাডুকোন । একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতিও । আর মাঝে মধ্যেই নিজেদের অবসর যাপনের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করছেন তাঁরা । এবার ঘুমন্ত অবস্থায় রণবীরের একটি ছবি তোলেন দীপিকা । ছবিতে রণবীরের কপালে সাঁটানো 'হাসব্যান্ড' লেখা স্টিকার ।
সারা বছর শুটিং ও কাজের চাপে একে অপরের সঙ্গে সময় কাটাতে পারেন না দীপিকা ও রণবীর । কিন্তু, লকডাউনকে হাতিয়ার করেই একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা । কিছুদিন আগেই দীপিকা বলেছিলেন বাড়িতে লকডাউন কাটানোর উপযুক্ত সঙ্গী নাকি রণবীর । কারণ রণবীর নাকি দিনে 20 ঘণ্টাই ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন । তাই নিজের খুশি মতো সময় কাটাতে পারছেন দীপিকা । আর এবার রণবীরের সেই ঘুমের ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি ।