মুম্বই : রণবীর-দীপিকার একটি ফ্যামিলি গ্রুপ রয়েছে হোয়াটস্যাপে । একথা আগেই জানা গেছে । আর সেই গ্রুপের সৌজন্যেই জানা গেল যে, রণবীরের নাম 'হ্যান্ডসম' বলে সেভ করে রেখেছেন অভিনেত্রী । কীভাবে ?
দীপিকা সেই ফ্যামিলি গ্রুপের একটি ছোটো কথোপকথন শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । রণবীরের একটি সাম্প্রতিক সাক্ষাৎকার দেখে পরিবারের সদস্যরা প্রতিক্রিয়া জানিয়েছেন সেই গ্রুপ চ্যাটে । আর সেখানেই দেখা গেল যে, রণবীরের নম্বরটা দীপিকা কী নামে সেভ করে রেখেছেন ।