পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা-আতঙ্ক : পোশাক ধুতে ব্যস্ত দীপিকা ! - Deepika Padukone's idea of productivity

কোরোনা-আতঙ্কের জেরে এখন পোশাক ধুতে ব্যস্ত দীপিকা । শুটিং বন্ধ তো কী হয়েছে, ওয়ারড্রোবের পোশাক ধুতে ব্যস্ত তিনি ।

sdf
sdf

By

Published : Mar 16, 2020, 7:59 PM IST

মুম্বই : কোরোনা আতঙ্কের জেরে এখন বন্ধ বলিউডের বেশিরভাগ ছবির শুটিং । আর সেই কারণে পরিবারের সদস্য বা প্রিয়জনদের সঙ্গেই এই সময়টা কাটাতে ব্যস্ত রয়েছেন বলি তারকারা । আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের জামাকাপড় ধুতে ব্যস্ত দীপিকা পাডুকোন ।

বিশ্বের প্রায় প্রতিটি জায়গাতেই থাবা বসিয়েছে নভেল কোরোনা ভাইরাস । প্রতি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তর সংখ্যা । এর জেরে বিশ্বে মৃত্যু হয়েছে 6 হাজারেরও বেশি মানুষের । চারিপাশে এখন এই আতঙ্ক গ্রাস করেছে মানুষকে । কোনওরকম ঝুঁকি নিতে চান কেউই । আর সেই কারণেই এবার সিনেমা থেকে শুরু করে ধারাবাহিক, ওয়েব সিরিজ় সহ যে কোনও ধরনের শুটিং 19 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে IMPPA । অবশ্য এই নির্দেশিকা আসার আগেই বন্ধ করে দেওয়া হয় বলিউডের একাধিক ছবির শুটিং ।

তবে শুটিং বন্ধ হলে কী হবে । নিজের বাড়িতে বসে এই সময়টাকে কাজে লাগাচ্ছেন দীপিকা । কোরোনা ভাইরাস যাতে তাঁকে কোনওভাবেই স্পর্শ করতে না পারে তার জন্য একাধিক সতর্কতা অবলম্বন করছেন তিনি । তাঁর ওয়ারড্রোবে যত পোশাক রয়েছে সব এই মুহূর্তে ধুচ্ছেন । সম্প্রতি একটি ছবি শেয়ার করেন তিনি । যেখানে রয়েছে পোশাক ।

এর আগে কোরোনা আতঙ্কের জেরে প্য়ারিস ফ্যাশন উইক বাতিল করেন দীপিকা । একটি নামী ফ্যাশন হাউজ়ের তরফে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দীপিকাকে আমন্ত্রণ জানানো হয়েছিল । 3 মার্চ পর্যন্ত চলত এই অনুষ্ঠান । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরেই সেই অনুষ্ঠানে যোগ দেবেন না সাফ জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী ।

কাজের দিক থেকে শেষবার তাঁকে দেখা গিয়েছিল মেঘনা গুলজ়ারের 'ছপাক' ছবিতে । এছাড়া '83'-তে রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details