মুম্বই : 'পদ্মাবত'-এর পর প্রায় দেড় বছর বড় পরদায় দেখা যায়নি দীপিকা পাড়ুকোনকে। আর তর সইছিল না ভক্তদের। অবশেষে অপেক্ষার অবসান। আগামীকাল মুক্তি পাচ্ছে 'ছপক'-এর ট্রেলার।
দীপিকা নিজেই এই খবর সামনে আনলেন। যদিও আগেই শোনা গেছিল যে 10 ডিসেম্বর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে-তে মুক্তি পাবে এই ছবির ট্রেলার, কারণ 'ছপক' ভীষণভাবে মানবাধিকারের কথা বলে। দীপিকা কনফার্ম করলেন এই খবর।