আজও অ্যাসিড হামলার দগদগে স্মৃতি বয়ে নিয়ে যাচ্ছেন অনেক অ্যাসিড আক্রান্ত মহিলাই। তার মাঝেই লড়াই করে ঘুরে দাঁড়িয়েছেন তাঁরা। এমনই একজন অ্যাসিড আক্রান্ত মেয়ে লক্ষ্মী। তাঁর জীবনের লড়াই থেকে ঘুরে দাঁড়ানো সবটাই থাকবে ছবির মধ্য়ে।
আজ দীপিকা নিজের লুক শেয়ার করে লেখেন, "একটা চরিত্র যেটা আমার সঙ্গে চিরদিন থাকবে...#Malti...আজ থেকে শুরু হল শুটিং। মুক্তি পাবে ১০ জানুয়ারি ২০২০ সালে।" ছবিতে দীপিকার চরিত্রের নাম মালতি। দীপিকার বিপরীতে ছবিতে অভিনয় করবেন বিক্রান্ত মেসি।
ছবির প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মেঘনা বলেছিলেন, "ছবিতে আপনারা দীপিকাকে দেখতে পাবেন না। আপনারা দেখবেন বিকৃত দীপিকাকে।" মেঘনা বলতে চেয়েছেন যে ছবিতে দীপিকাকে বিন্দুমাত্র গ্ল্যামারেস দেখা যাবে না। ছবিটি নিয়ে দীপিকাও বেশ উচ্ছ্বসিত। প্রথমে হালকা মেজাজের ছবি করবেন বলেছিলেন। তবে মেঘনার স্ক্রিপ্ট পড়ে রাজি হয়ে যান ছবিটি করার জন্য।