পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ছপাক'-এর ফার্স্ট লুকে দীপিকার চমক - Vikratn Messi

অ্যাসিডে ঝলসে যাওয়া মুখ। তার মধ্যে লুকিয়ে আছে একটা লড়াই। মেঘনা গুলজ়ারের আগামী ছবি 'ছপাক' বলবে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর গল্প। আজ ছবির ফার্স্ট লুক সামনে এসেছে। লক্ষীর ভূমিকায় ফার্স্ট লুকে ধরা দিয়েছেন দীপিকা।

ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

By

Published : Mar 25, 2019, 12:24 PM IST

Updated : Mar 25, 2019, 4:20 PM IST

আজও অ্যাসিড হামলার দগদগে স্মৃতি বয়ে নিয়ে যাচ্ছেন অনেক অ্যাসিড আক্রান্ত মহিলাই। তার মাঝেই লড়াই করে ঘুরে দাঁড়িয়েছেন তাঁরা। এমনই একজন অ্যাসিড আক্রান্ত মেয়ে লক্ষ্মী। তাঁর জীবনের লড়াই থেকে ঘুরে দাঁড়ানো সবটাই থাকবে ছবির মধ্য়ে।

আজ দীপিকা নিজের লুক শেয়ার করে লেখেন, "একটা চরিত্র যেটা আমার সঙ্গে চিরদিন থাকবে...#Malti...আজ থেকে শুরু হল শুটিং। মুক্তি পাবে ১০ জানুয়ারি ২০২০ সালে।" ছবিতে দীপিকার চরিত্রের নাম মালতি। দীপিকার বিপরীতে ছবিতে অভিনয় করবেন বিক্রান্ত মেসি।

ছবির প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মেঘনা বলেছিলেন, "ছবিতে আপনারা দীপিকাকে দেখতে পাবেন না। আপনারা দেখবেন বিকৃত দীপিকাকে।" মেঘনা বলতে চেয়েছেন যে ছবিতে দীপিকাকে বিন্দুমাত্র গ্ল্যামারেস দেখা যাবে না। ছবিটি নিয়ে দীপিকাও বেশ উচ্ছ্বসিত। প্রথমে হালকা মেজাজের ছবি করবেন বলেছিলেন। তবে মেঘনার স্ক্রিপ্ট পড়ে রাজি হয়ে যান ছবিটি করার জন্য।

Last Updated : Mar 25, 2019, 4:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details