মুম্বই : তারকা হলেও দীপিকা পরিবারের খুব কাছের । বাবা-মায়ের বাধ্য মেয়ে তিনি । আর আজ এই বিশেষ দিনে মা-কে ধন্যবাদ জানাতেও ভুললেন না অভিনেত্রী ।
শৈশবের দু'টো না দেখা ছবি শেয়ার করেছেন দীপিকা । প্রথমটিতে দীপিকা অনেকগুলো সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আছেন । আর দ্বিতীয় ছবিতে একটা প্রাইজ়ের তালিকা করেছেন তিনি ।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "নিঃস্বার্থ ভাবে ভালোবাসার জন্য, সবসময় আমাদের প্রয়োজনগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য, আমাদের এক সূত্রে বেঁধে রাখার জন্য, এবং অবশ্যই আমাদের এরকম অস্বাভাবিকরকম নির্ভুল কাজ করতে শেখানোর জন্য আমরা তোমায় ভালোবাসি ।"
পোস্টটি দীপিকা মা উজ্জ্বলা আর শাশুড়ি আঞ্জু ভবনানির সঙ্গে শেয়ার করেছেন । দেখে নিন..