মুম্বই : বছরটা বেশ ভালোই কাটছে সিদ্ধার্থ চতুর্বেদীর আর অনন্যা পাণ্ডের । দু'জনেই এই বছরই ডেবিউ করেছেন । 'গালি বয়' মুক্তি পাওয়ার পর রণবীরের পাশাপাশি নজর কেড়েছিলেন সিদ্ধার্থ । ফলস্বরূপ একাধিক ছবিতে তাঁকে হিরোর চরিত্রে ভাবছেন পরিচালকরা । অন্যদিকে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2' ছবিটি ভালো রিভিউ না পেলেও অনন্যা পাণ্ডের ক্যারিয়ারগ্রাফ ধীরে ধীরে উপরের দিকে উঠছে । তাঁর 'পতী পত্নী ঔর ওহ' তো দারুণ ভাবে চলছে বক্স অফিসে । আর এই রেশ কাটতে না কাটতেই হয়ে গেল নতুন ছবির ঘোষণা ।
করণ জোহরের প্রযোজনায় ও শকুন বতরার পরিচালনায় আসতে চলেছে একটি নতুন ছবি । সেখানে সিদ্ধার্থ আর অনন্যার সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে । একটু অপ্রত্যাশিত হলেও এমনই কাস্টিং এই ছবির ।
নতুন এই প্রোজেক্ট সম্পর্কে করণ বলেছেন, "ধর্ম প্রডাকশনের অন্যতম প্রশংসিত ছবি 'কাপুর অ্যান্ড সন্স'-এর পরিচালক শকুন । ওঁর আসন্ন ছবিটি একটি অন্য ধরনের রিলেশনশিপ ড্রামা, যেটা মুক্তি পাবে 2021 সালের ভ্য়ালেন্টাইনস ডে-তে । একজন ভার্সেটাইল ফিল্মমেকার হিসেবে শকুনের ভাবনা আমায় গর্বিত করে ।"
শকুন বলেন, "করণের সঙ্গে আমার প্রায় এক দশকের জার্নি খুবই সুন্দর । আবার পরিচালকের আসনে বসার জন্য আমার তর সইছে না । এটা একটি রিলেশনশিপ ড্রামা, যেখানে চরিত্রগুলো এমন একটি মানসিক স্তরে পৌঁছে পায়, যেখান থেকে ওরা নিজেদের নীতি, ধর্ম বুঝতে পারে না ।"
ছবির নাম এখনও ঠিক হয়নি । তবে একে ডার্ক রোম্যান্সের উপর তৈরি ছবি, অন্যদিকে এরকম ইন্টারেস্টিং কাস্টিং...সব মিলে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ।