মুম্বই : দীপিকা পাড়ুকোনের ক্যারিয়ারে অনেক এমন ছবি রয়েছে যেগুলো ভোলা যায় না । তাঁর পারফর্মেন্স একেবারে মনে গেঁথে যাওয়ার মতো । কিন্তু দীপিকার প্রিয় চরিত্র কোনটা ? দীপিকার প্রিয় খাবারই বা কী ? অভিনেত্রী নিজেই জানালেন এসব ।
সম্প্রতি ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন দীপিকা । সেখানে তাঁকে মন উজাড় করে প্রশ্ন করছিলেন । প্রশ্ন এল, "আপনার প্রিয় চরিত্র কী ?" উত্তরে দীপিকা বললেন, "পিকু" ।
এক অনুরাগীর প্রশ্ন, "সারা জীবন ধরে কোন খাবারটা খেয়ে যেতে পারেন ?" এবারও কোনও দ্বিধা ছাড়া দীপিকার উত্তর, "রসম, সাদা ভাত আর আমের আচার ।"