পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"তুমি সবার থেকে আলাদা", কার উদ্দেশে বললেন দীপিকা ? - deepika padukone mango

দীপিকা পাড়ুকোন এমনিতে চাপা স্বভাবের । মনের ভাব প্রকাশ করেন না খুব একটা । তবে কার উদ্দেশে তিনি এমন খোলামেলা মন্তব্য করে বসলেন ?

deepika padukone mango
deepika padukone mango

By

Published : May 3, 2020, 4:07 PM IST

মুম্বই : ফিটনেস ফ্রিক দীপিকা । একইসঙ্গে তিনি খাদ্যরসিকও বটে । বারবার সেই প্রমাণ দিয়েছেন তিনি । ফের একবার দিতে ক্ষতি কী ? লঙ্কাগুঁড়ো দেওয়া কাঁচা আম তাঁর যে কতটা পছন্দের সেটা বুঝিয়ে দিলেন অভিনেত্রী ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন দীপিকা । সেখানে লঙ্কাগুঁড়ো ছড়ানো কাঁচা আমের টুকরো রাখা একটি প্লেটে । সেই দেখে দীপিকার পাগল পাগল অবস্থা । যেন তিনি প্রেমে পড়ে গেছেন প্লেটটির দিকে তাকিয়ে ।

ক্যাপশনে দীপিকা লিখেছেন, "তুমি সবার সেরা । সবার থেকে ভালো । আমার সঙ্গে যাদের যাদের দেখা হয়েছে প্রত্যেকের থেকে ভালো তুমি..."

অভিনেত্রীর সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকেই । কেউ বলেছেন, "কাঁচা আম বেস্ট" তো আবার কারও মতে, "এটা দেখেই খেতে ইচ্ছে করছে ।"

তবে শুধুমাত্র দীপিকা নন, কয়েকদিন আগে করিনা কাপুরও কাঁচা আমের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করেছিলেন সোশাল মিডিয়ায় ।

ABOUT THE AUTHOR

...view details