মুম্বই : ফিটনেস ফ্রিক দীপিকা । একইসঙ্গে তিনি খাদ্যরসিকও বটে । বারবার সেই প্রমাণ দিয়েছেন তিনি । ফের একবার দিতে ক্ষতি কী ? লঙ্কাগুঁড়ো দেওয়া কাঁচা আম তাঁর যে কতটা পছন্দের সেটা বুঝিয়ে দিলেন অভিনেত্রী ।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন দীপিকা । সেখানে লঙ্কাগুঁড়ো ছড়ানো কাঁচা আমের টুকরো রাখা একটি প্লেটে । সেই দেখে দীপিকার পাগল পাগল অবস্থা । যেন তিনি প্রেমে পড়ে গেছেন প্লেটটির দিকে তাকিয়ে ।