মুম্বই : সুজিত সরকারের 'পিকু'-তে একসঙ্গে স্ক্রিনশেয়ার করেন দীপিকা আর ইরফান । কো-স্টার ইরফানের এই অকালপ্রয়াণে বেশ ধাক্কা খেয়েছেন দীপিকা পাড়ুকোন । সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ অভিনেত্রীর ।
দীপিকা কেবলমাত্র একটি ঘন কালো ছবি শেয়ার করেছেন, শুধুই কালো । কালো মানেই শোক । গভীর কালোর রংয়ের মধ্যে দিয়েই নিজের মনের অবস্থা প্রকাশ করেছেন দীপিকা । কোনও শব্দ ব্যবহার করেননি তিনি ।
ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ছবি দিয়েছেন দীপিকা । এটাই তাঁর পুরো বক্তব্যটা বলে দিল যেন । দেখে নিন..
'পিকু'-তে দীপিকা আর ইরফানের কেমিস্ট্রি ভোলার নয় । খুবই আনইউজ়ুয়াল কাস্টিং, ছিল বয়সের ফারাকও । তবে নিজেদের অভিনয় গুণে সবকিছুকেই বাস্তবসম্মত করে তুলেছিলেন ইরফান-দীপিকা ।
শোনা গেছিল বিশাল ভরদ্বাজের একটি ছবিতে ফের দীপিকা ও ইরফানের একসঙ্গে অভিনয় করার কথা ছিল । কিন্তু, সেসব এখন অতীত । সব পরিকল্পনাকে ফাঁকি দিয়ে অন্য় দুনিয়ায় পাড়ি দিলেন ইরফান ।